বংগবন্ধু সামরিক যাদুঘর - ঢাকা

in BDCommunity2 years ago

ঢাকার প্রানকেন্দ্র ফারমগেট এর বিজয় সরণি রোডের দক্ষিন পাশে,বঙ্গবন্ধু প্ল্যানেটোরিয়াম বা নভোথিয়েটার এর পশ্চিম দিকে ১০ একর জায়গার উপর স্থাপন করা হয়েছে

Screenshot_2022-05-30-18-00-02-57_3d9111e2d3171bf4882369f490c087b4.jpg

images (5).jpeg
Pic-Internet

বাংলাদেশের সামরিক যাদুঘর। তিন বাহিনীর বিভিন্ন করমকান্ড দেখার জন্য আপনি যেতে পারেন সেখানে। টিকিট এর হার-৫০.০০ টাকা। প্রদর্শনী চলে সকাল ও বিকাল,দুই শিফটে। এই মিউজিয়াম টি উদ্ভোদন করেন ৬ জানুয়ারী ২০২২ সালে মাননীয় পিএম শেখ হাসিনা।


আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে বাংলাদেশ নৌবাহিনীর গেলারী।আমি নেভীতে ছিলাম ঠিক সেই জান্য না,ডিজিটাল মিডিয়া দিয়ে সেটাপ করা ভালোলাগার মতো একটি যাদুঘর স্থাপনের জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। সমুদ্রের পানিতে জেলি ফিস এর বিচরন। মনে হবে আপনি পানির নিচে দাড়িয়েই তা দেখছেন।

IMG_20220529_19590820.jpg

সাবমেরিন এ কেউ কোনদিন ডুক্তে পারবেন না। তাই সাবমেরিন এর ভিতরে কেমন হয় এখানে গেলেই দেখতে পারবেন।
যাদুঘর এ গিয়ে মনে পড়ে গেল সেই ১৯৮৫ সালের বিএনসিসি তে প্রথম থ্রিনটথ্রি রাইফেল দিয়ে ট্রেনিং এর কথা-

IMG20220529164848.jpg
তার পর ১৯৮৭ সালে প্রথম এই রাইফেল দিয়ে ১০ রাউন্ড গুলি করার কথা। আমাদের স্বাধিনতা যুদ্ধে যে রাইফেল ছিলো প্রধান অস্ত্র।
নৌবাহিনীর বিভিন্ন জাহাজের মডেল। জাহাজের বিভিন্ন সরঞ্জাম।

IMG20220529165954.jpg

IMG20220529165944.jpg

সেনা ও বিমান বাহিনীর বিভিন্ন সামরিক তথ্য ও যুদ্ধের সরঞ্জাম।
IMG20220529174018.jpg

IMG20220529170114.jpg

IMG20220529173737.jpg

IMG20220529165555.jpg

IMG20220529173810.jpg

IMG20220529173627.jpg

IMG20220529165545.jpg

IMG20220529165528.jpg

IMG20220529173823.jpg
IMG20220529165518.jpg

IMG20220529173840.jpg
আছে ৭১ এর স্বাধীনতা যুদ্ধের রন কৌশল।
বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সহ অনেক অজানা তথ্য।
সবচাইতে বড় কথা সুন্দর পরিবেশ।ছবি তোলার জন্য দারুন দারুন সব উপকরণ।

IMG20220529175545.jpg

IMG20220529173448.jpg

সাথে আছে মুভি থিয়েটার৷ আছে ফুড কোর্ট। মনে রাখবেন পানি সহ কোন খাবার ভিতরে নেয়া যায় না। আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন,আছে গিফট শপ।
সময় করে ঘুরে আসতে পারেন যাদুঘরে।আশাকরি ভালো লাগবেই।

সাথে থেকে পড়ার জন্য ধন্যবাদ।
কিছু জানার ইচ্ছে হলে কমেন্টে লিখবেন।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL