Hive Basics What is Dust in Hive Blockchain (কিভাবে আপনার পোস্টের ডাস্ট দূর করবেন)

in BDCommunity4 years ago

22.jpg

ডাস্ট কি

হাইভ ব্লকচেইনে আমরা যখন কোন পোস্ট করি তখন যে সকল পোষ্টের আয় 0.02 ডলারের নিচে থাকে সেই সকল পোষ্ট গুলোকে ডাস্ট বলা হয় কারণ এই ছোট ছোট আয়ের পোস্টগুলো থেকে আপনি কোন অথর রিওয়ার্ড পাচ্ছেন না। ফলে যারা নতুন ব্লগার রয়েছে তাদের অনেক পোস্ট এরকম ডাস্ট হিসেবে থেকে যেতে পারে । আবার আমরা অনেক সময় বিভিন্ন কমেন্ট করে থাকি এ সকল কমেন্টে যদি কোন লাইক আসে সেই লাইক গুলো অনেক কমই আসে । তাই সেসব কমেন্টে আমরা কোন ধরনের আয় করতে পারবো না যদি তার রিওয়ার্ড 0.02 ডলার এর নিচে থাকে ।

ডাস্ট কেন ক্ষতিকর

যেহেতু আপনার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আয় ডাস্ট হয়ে যাওয়ার কারণে আপনি পাবেন না সেহেতু এটা অবশ্যই আপনার জন্য ক্ষতিকর । আপনি হয়তো ভাবছেন যে কোন কমেন্টে অথবা পোস্টে 0.01 ডলার খুব কম কিন্তু এরকম অনেকগুলো কমেন্ট কিংবা পোস্ট যখন একসাথে হবে তখন এই টোটাল ভ্যালুটা অনেক বেশি হবে । আপনি হয়তো আপনার কোন একটা কমেন্টে 0.019 আয় করেছেন কিন্তু এখান থেকে আপনি কিছুই পাবেন না । এভাবে করে আপনার অনেক কমেন্ট এবং ছোট ছোট পোস্ট ডাস্ট হিসেবে রিওয়ার্ড থেকে বঞ্চিত হবে।

এখন কি করবেন

এই অবস্থায় আপনার কি করা উচিত । যেহেতু আপনি চাইলেও আপনার ভোট দিয়ে এই ডাস্ট গুলোকে সেভ করতে পারবেন না তাছাড়া আপনার পক্ষে আপনার প্রত্যেকটা কমেন্ট কিংবা পোস্ট চেক করাও সবসময় সম্ভব হবেনা । এরকম হলে আপনাকে সারাদিন কমেন্ট পোষ্ট এগুলো চেক করার উপরে থাকতে হবে আপনি আর কমিউনিটির সাথে এংগেজ হতে পারবেননা তাই আমি আজকে কিভাবে ডাস্ট সেভ করতে হয় সেরকম একটা সার্ভিস নিয়ে কথা বলছি।

122.png

পুরাতন যারা আছেন তারা এই @dustsweeper সার্ভিসটি সম্পর্কে জানেন কিন্তু যারা নতুন আছেন তাদের কাছে বিষয়টি অজানাই থাকার কথা। এই সার্ভিসটি খুজে খুজে আপনার সেসব পোস্টে আপভোট দিবে যেগুলোর আয় ০.০২ ডলারের নিচে যাতে ডাস্ট হওয়া থেকে বেঁচে যায় । সে ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কিছু পরিমাণ হাইভ অথবা হাইভ ডলার @dustsweeper একাউন্টে পাঠিয়ে দিতে হবে মেমোতে আপনার ইউজারনেম টা লিখে । এতে করে আপনার নামে #dustsweeper এর একাউন্টে আপনি যত ডলার পরিমাণ পাঠিয়েছেন তারা তত পরিমাণ ডলার দিয়ে আপনার একাউন্ট ব্যালেন্স হিসাবে দেখাবে । এক্ষেত্রে ব্যালেন্স চেক করার জন্য আপনি ফিরতি মেসেজটি চেক করলেই হবে অথবা 0.001 হাইভ পাঠালে ফিরতি ম্যাসেজে আপনাকে আপনার ব্যালেন্স এবং বাকি যাবতীয় ইনফরমেশন দেখাবে ।

DustSweeperLogo.png

এ সার্ভিসটি যেভাবে কাজ করে সেটা হল আপনার যেকোনো একটি পোস্ট পাঁচ-ছয় দিন পর্যন্ত সে অবজার্ভ করে । যদি পাঁচ ছয় দিনেও আপনার কোন পোস্ট বা কমেন্ট 0.02 ডলার আয় না করতে পারে তবে পঞ্চম ও ষষ্ঠ দিনে এই পোস্ট বা কমেন্ট যতটুকু আপভোট দিলে আপনার এই পোস্ট বা কমেন্ট ডাস্টমুক্ত হবে ততটুকু আপভোট দিয়ে দিবে স্বয়ংক্রিয়ভাবে । তাই আপনাকে আপনার পোস্ট বা কমেন্ট এর ডাস্ট নিয়ে চিন্তা করতে হবেনা। আপনি যে পরিমাণ ডলার তাকে পাঠাবেন সেখান থেকেই ও আপনার পক্ষ থেকে আপভোট করে দেবে । আর এখান থেকে যে কিউরেশন রিওয়ার্ড হচ্ছে সেটা আপনাকে দেয়ার জন্যই আপনাকে ডাবল করে আপনার অ্যাকাউন্টে ডলার জমা করে দিচ্ছে। অল্প কিছু সার্ভিস ছাড়া বাকিটা আপনার টাকা আপনার ডাস্টগুলো সেইভ হয়ে আপনার কাছে ফিরে আসছে । আর এটাই হচ্ছে এই সিস্টেমের ভিত্তি । অর্থাৎ আপনার টাকা দিয়েই আপনার ডাস্টগুলো সেইভ হবে পাশাপাশি আপনি আপনার ডাস্ট গুলোকে সেভ করার কারণে আরও কিছু রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন । যেহেতু বিষয়টি স্বয়ংক্রিয় সেহেতু আপনাকে এখানে শুধুমাত্র কিছু হাইভ বা হাইভ ডলার পাঠিয়ে বসে থাকলেই অটোমেটিক আপনার কাজ শেষ। যখনই আপনার ব্যালেন্স কমে আসবে আপনাকে ট্রানস্ফার মেসেজের মাধ্যমে আপনার ব্যালেন্স এর অবস্থা জানিয়ে দিবে । আমি সার্ভিসটি অনেক আগে থেকে ব্যবহার করছি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কোনো পোস্ট আর রিওয়ার্ড হতে বাদ যাবেনা


12345.png


এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য @dustsweeper এর একাউন্টে গিয়ে এফএকিউ (FAQ) সেকশনটা দেখে নিতে পারেন। আশা করি ভাল লাগবে এবং বিস্তারিত বুঝতে পারবেন ।

বিডিকমিউনিটির(#bdcommunity) লোকজন কিছুটা উপকৃত হতে পারলেই এই পোষ্টের সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ

#hivebasic


আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter

Sort:  

জানা ছিল না। ভালো লাগলো ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনারা জেনে উপকৃত হলেই সার্থকতা

আরো এমন পোস্ট আশা করছি।

জি ইনশাআল্লাহ

Thanks to @engrsayful for burning 800 PLANET! You have been rewarded with a 80% vote. Your action makes this project grow and helps to restore a Clean Planet! Join us on our Discord Channel and on our website