বিশ্বকাপে দুর্দান্ত ভারতকে থামাবে কে?

in BDCommunity6 months ago

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত এক অপ্রতিরোধ্য দল। বিশ্বকাপে পাঁচটি ম্যাচে মাঠে নেমে পাচটিতেই জয় তুলে নিয়েছে দলটি। পাচ ম্যাচে পাচ জয় সহ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান দ্বিতীয়। তবে পয়েন্ট টেবিলে প্রথম অবস্থানে থাকা দক্ষিন আফ্রিকার ছয় ম্যাচে পাচটি জয় এবং এক হার নিয়ে সমান দশ পয়েন্ট। সেই হিসেবে একমাত্র অপরাজিত দল হিসেবে বিশ্বকাপে সবচাইতে এগিয়ে স্বাগতিক ভারত। দূর্দান্ত এই ভারতকে থামাবে কে?

বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে সফল দল অস্ট্রেলিয়া বিপক্ষে এই ম্যাচটি ভারতের জন্য ছিলো মহাগুরুত্বপূর্ণ। কেননা এবারের বিশ্বকাপ দৌড়ে সবচাইতে এগিয়ে ভারত এবং অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচে জয়ী দলকেই অনেকটা বিশ্বকাপের সর্বোচ্চ দাবিদার হিসেবে মূল্যায়ন করছিলো ক্রিকেট বিশ্লেষকরা। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে অনেকটা হেসেখেলেই হারিয়েছে স্বাগতিক ভারত।

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যাকার ম্যাচটির শুরুতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ভারতের সামনে ভালো টার্গেট দাড় করানোই ছিলো দলটির মূল লক্ষ্য । তবে সেই লক্ষ্যে পুরোপুরি ব্যর্থ হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের বোলারদের সামনে দাড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান। ফলে ২০০ রান পূর্ণ করার আগেই অল-আউট হয় দলটি। ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেয় রবিন্দ্র যাদেজা।

তবে অস্ট্রেলিয়ার বেধে দেওয়া লক্ষ্য তারা করতে নেমে মাত্র দুই রানেই প্রথম তিন উইকেট হারায় ভারত। ভারতকে সেই অবস্থা থেকে দলকে জয় এনে দেয় দলটি সেরা ব্যাটার বিরাট কোহলি। কেএল রাহুলকে সজ্ঞে নিয়ে দলকে ভারতকে ছয় উইকেটের জয় এনে দেয় বিরাট কোহলি। ফলে বিশ্বকাপের শুরুটা দূর্দান্ত হয় দলটির!

নিজেদের ২য় ম্যাচে ভারত মুখোমুখি হয় আফগানিস্তানের বিপক্ষে। আফগানদের বিপক্ষে এই ম্যাচে আট উইকেটের ব্যাবধানে জয় পায় দলটি। এই ম্যাচেও আফগানিস্তান টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো। ক্যাপ্টেন শাহিদী এবং আজমতুল্লাহ শাহিদীর অসাধারণ ব্যাটিংয়ে ২৭২ রানের লড়াকু সংগ্রহ করেছিলো আফগানিস্তান। তবে ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স করলেও বোল হাতে পারফর্ম করতে পারেনি আফগান বোলাররা। রোহিত শার্মা, ঈশান কিশান এবং বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে আট উইকেটের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

নিজেদের তৃতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয় তাদের সবচাইতে বড় রাইভাল পাকিস্তানের বিপক্ষে। প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও কর্তৃত্ব বিরাজ করে ভারত। ভারতের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তান ভালো শুরু করেও তা অব্যাহত রাখতে ব্যর্থ হয়। শেষদিকে মাত্র ৫০ রানে ছয় উইকেট হারায় দলটি। ফলে মাত্র ১৯২ রানের লক্ষমাত্রা নির্ধারিত হয় ভারতের জন্য। সেই লক্ষ্যমাত্রাকে তিন উইকেট হারিয়েই চেজ করে ফেলে ভারত।

ভারত তাদের চতুর্থ এবং পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতে ভালোই পরিশ্রম করতে হয়েছে দলটির। পাচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে ভারতের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড কি পারবে ভারতের জয়ের রথ থামাতে? নাকি টানা ষষ্ঠ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত?


1000005481.jpg
Indian Cricket Team