গ্রামীন পরিবেশ; সাথে হাডুডু খেলা উপভোগ!

in BDCommunity7 months ago (edited)

ভার্চুয়াল মাধ্যম ছাড়া কখনো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু দেখার সুযোগ হয়েছে কি? বর্তমান জেনারেশনের কাছে এই খেলাটি অনেকটা ব্যাকডেটেড মনে হলেও একটা সময় হাডুডু খেলার জনপ্রিয়তা ছিল অনেক। সময়ের পরিবর্তনে ক্রিকেট ফুটবলের প্রত্যাবর্তনে মানুষ এই খেলাটি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এখন আর আগের মতো হাজার মানুষ একত্রিত হয়ে হাডুডু খেলা উপভোগ করতে দেখা যায়না!

আমার জীবনের অল্প সময়টাতেও এই খেলা দেখার তেমন সুযোগ হয়ে ঊঠেনি। হয়তো একবার কি দুবার সচুক্ষে দেখা হয়েছিল। তাই এই খেলা সম্পর্কে আমার জ্ঞানের পরিশরটা একেবারেই সীমিত। এইম খেলার নিয়ম গুলো আমার মতো হয়তো অনেকেরই অজানা।

1000005003.jpg

1000005002.jpg

1000005005.jpg
1000004998.jpg

দীর্ঘ সময় পর আজ আবারও সুযোগ হয়েছিল স্বচক্ষে হাডুডু খেলা উপভোগ করার। সাপ্তাহিক ছুটির দিনে কোন পূর্বপরিকল্পনা ছাড়াই বাড়িতে আসা হয়েছিলো গতকাল। গ্রামে এসে শুনতে পেলার দুই পাড়ার মধ্যে আয়োজন করা হয়েছে হাডুডু প্রতিযোগিতার। বন্ধুসুলভ এই ম্যাচ নিয়ে গ্রামের মানুষদের মধ্যে বিরাজ করছিল অনেকটাই উৎসবমুখর পরিবেশ। সবার মুখে এই নিয়ে আলোচনা সমালোচনা। তবে ৯৮% মানুষেরই নেই এই খেলা নিয়ে কোন ধারনা 😃, তাই হয়তো এই ম্যাচটি নিয়ে সবাই অনেক বেশি আনন্দ কাজ করছিলো সবার মাঝে।

হাডুডু ম্যাচটি আয়োজন করা হয় প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পরিবেশে। চারদিকে খোলামেলা পরিবেশে অবস্থিত একটি উচু জায়গাতে হাডুডু খেলার কোর্ট তৈরি করা হয়। পুরো গ্রামে শত শত মানুষ এসেছিলো এই ম্যাচটি উপভোগ করতে। বৃদ্ধ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ দ্বারা চারপাশটা উৎসব মুখর পরিবেশে পরিনয় হয়।

যথাসময়ে শুরু হয় যায় ম্যাচটি। নিয়ম না জানাতে আমার মতো অনেকের কাছেই অনেকটাই অদ্ভুত এবং হাস্যকর মনে হয়েছে এই খেলাটি। তবে ছুটির দিনের বিকেলটা বেশ রাঙিয়ে তুলেছিলো অপরিচিত এই খেলাটি।

ম্যাচশেষে উত্তরপাড়া নামের দলটি বিশাল ব্যবধানে জয়লাভ করে এই ম্যাচে। ম্যাচ শেষে দলটির জয়ের সেলিব্রেশন টাও ছিল দেখার মত। জয় দলের হাতে শিরোপা তুলে দেওয়ার মধ্য দিয়েই শেষ হয় অসাধারণ ম্যাচটি!

1000005000.jpg

1000005001.jpg

1000004996.jpg

1000004997.jpg

1000004995.jpg

Sort:  

বর্তমানে এরকম হাডুডু খেলা বিলুপ্তির পথে।খুব একটা দেখা যায় না গ্রামগঞ্জে।আমার তো মনে হয় বর্তমানে গ্রাম গঞ্জের থেকে শহরেই এখন হাডুডু খেলা বেশি হয়। কারণ শহরে বিভিন্ন রকম ক্লাব রয়েছে সেগুলোতে হাডুডু খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয় যা গ্রামে এখন নেই বললেই চলে।

আমার তো মনে হয় বর্তমানে গ্রাম গঞ্জের থেকে শহরেই এখন হাডুডু খেলা বেশি হয়।

এই কথাটার সাথে আমি একমত। শহরে এবং আন্তরর্জাতিক পর্যায়ে এই হাডুডু খেলার আয়োজন করতে দেখা যায়।