বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচটা জয় করে নিতে?

in BDCommunity2 years ago (edited)

চলছে বাংলাদেশ এবং ওয়েস্ট-ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওডিয়াই সিরিজ। এই সিরিজের সবচাইতে ভালো খবরটি হলো বাংলাদেশ ইতিধ্যেই প্রথম দুইটু ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে। প্রথম দিকে টেস্ট এবং টি-টুয়েন্টিতে ব্যর্থতার পর ওডিয়াইতে এমন কামব্যাক সত্যিই প্রসংশা পাওয়ার মতো। বলতে গেলে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে বাংলাদেশ দলকে।

তবে কথায় আছে “ শেষ ভালো যার, সব ভালো তার"। বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচটা জয় করে ওয়েস্ট-ইন্ডিজ সফরের ভালো একটি সমাপ্তি ঘটাতে? প্রথম দুই-ম্যাচের পারফরম্যান্স দেখে এই আশা তো করতেই পারে বাংলাদেশের সমর্থকেরা! কেননা প্রথম দুই ম্যাচেই বাংলাদেশর পারফরম্যান্স ছিলো অসাধারণ। তিন ডিপার্টমেন্টেই সফলতা ছিলো খেলোয়ারদের। ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিংয়ে দেখা গেছে আমূল পরিবর্তন। বিশেষ করে আগুনঝরা বোলিংয়ে নাস্তানাবুদ করেছে প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপকে৷ ওডিয়াইতে প্রত্যেকটা খেলোয়ারের বডি ল্যাংগুয়েজ ছিলো চোখে পরার মতো।


image.png
PIXABAY

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের প্রথম দুই ওডিয়াই ম্যাচের পারফরম্যান্স।

প্র‍থম ওডিয়াইতে বাংলাদেশকে নিয়ে ছিলো কিছুটা ভয়। কারন তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। তবে এই ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ছিলো টানা আট ম্যাচ জয়ের রেকর্ড। যা বাংলাদেশ দলকে অনেকটা আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে। তাছাড়াও ওডিয়াইতে যে বাংলাদেশই রাজা। ক্যাপ্টেন তামিম ইকবালের নেতৃত্বে কিছুদিন আগেই বাংলাদেশ প্রথম বারের মতো দক্ষিন-আফ্রিকাকে তাদের নিজ মাটিতেই হারিয়েছে। সেই তামিমের হাত ধরে প্রথম ম্যাচেও ওয়েস্ট-ইন্ডিজকে বোলিংয়ে ১৫০ রানের মাথায় আটকে দেওয়া থেকে শুরু করে ৬ উইকেটের জয় পায় তারা।

দ্বিতীয় ওডিয়াইতেও বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিলো আরো অসাধারন। বিশেষ করে বোলিং ছিলো অসামান্য। এদিন ওয়েস্ট-ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেয় স্পিনাররা। মিরাজ, নাসুমের এবং মোসাদ্দেক হোসেনের অসাধারণ পারফম্যান্সে ১০৮ রানেই অল-আউট হয় স্বাগতিকরা। নাসুম ৩ টি, মিরাজ ৪ টি এবং মোসাদ্দেক নেয় ১ টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেয় দুই ওপেনার। এদিন লিটনের পরামর্শে ওপেনিংয়ে আসেন নাজমুল হাসান শান্ত। পঞ্চাশের আগে শান্তর বিদায়ে ওপেনিং জুটি ভাঙলেও লিটন দাসকে সাথে নিয়ে ম্যাচ শেষ করে আসেন তামিম ইকবাল৷ বাংলাদেশ দল জয় পায় ৯ উইকেটের ব্যাবধানে, যা ছিলো প্রশংসনীয়।

এই দুই ম্যাচ জয়ের মাধ্যমে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টানা দশটি ওডিয়াই ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জয়ে করতে পারলে তা বেড়ে দাঁড়াবে এগারোটিতে। আশা করা যাচ্ছে বাংলাদেশ তাদের পারফরম্যান্স শেষ ম্যাচটিতেই ধরে রাখতে পারবে। ইনশাল্লাহ জয় হবে আমাদেরই ❤️

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL