মেসি নেইমারের জাদুতে ট্রফি দিয়ে নতুন সিজন শুরু পিএসজির 🏅

in BDCommunity3 years ago


image.png
PIXABAY

লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র! দু'দেশের দুই বিশ্ব তারকার নাম। একজন আর্জেন্টিনা এবং আরেকজন ব্রাজিলের হয়ে নিজের নামকে পুরো পৃথিবীতে উজ্জ্বল করে তুলেছেন৷ তবে তারাই আবার একত্রিত হয়েছেন ক্লাবভিত্তিক ফুটবলে এসে। একসময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতানো এই দুই তারকা এখন খেলেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেনের হয়ে। তাদের দুজনের সেই পুরোনো ফুটবল রসায়ন পিএসজির হয়ে আবারো দেখার সুযোগ পেয়েছে ভক্ত সমর্থকেরা।

মেসি নেইমারের অসাধারণ পারফরম্যান্সে নতুন মৌসুমের শুরুটা বেশ রঙিন হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের। গত মৌসুমে লিলের কাছে শ্রেষ্ঠত্ব হারালেও তার এক মৌসুম পরেই ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করলো পিএসজি। নতুন সিজনের শুরু কি এর থেকে ভালোভাবে হতে পারে?

গতকাল রাতে ট্রফি দে চ্যাম্পিয়নসের ফাইনালে প্যারিস-সেন্ট-জার্মেইন মুখোমুখি হয়েছিলো নান্তাসের বিপক্ষে। যা ছিলো এই সিজনের প্রথম অফিসিয়াল ম্যাচ। জাপানে প্রী সিজন ম্যাচগুলোতে পিএসজির পারফরম্যান্স ছিলো অসাধারণ। যেখানে শেষ ম্যাচে জাপানের ক্লাব গাম্ভা ওসাকার বিপক্ষে তারা জয় পেয়েছে ৬-২ গোলের বিশাল ব্যাবধানে। সেই পারফরম্যান্স প্যারিস-সেন্ট-জার্মেইন ধরে রাখে গতকালের ফাইনাল ম্যাচেও। মেসি নেইমারের অসাধারণ পারফরম্যান্সে এই ম্যাচে তাদের জয় ৪-০ গোলের ব্যাবধানে।


FB_IMG_1659360090746.jpg
PSG

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে প্যারিসিয়ান ক্লাবটি। একের পর এক আক্রমন করে প্রতিপক্ষের রক্ষনভাগকে দূর্বল করে তোলে। সেই সুবাদে ম্যাচের ২২তম মিনিটে নেইমারের দূর্দান্ত পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে মৌসুমের প্রথম গোল করেন লিওনেল মেসি। গোলকিপারকে বোকা বানাতে বরাবরই পারদর্শী লিওনেল মেসি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

প্রথমার্ধের একেবারে শেষদিকে ডি- বক্সের বাইরে ফাইলের শিকার হয় নেইমার, ফলে ফ্রি কিক পেয়ে বসে প্যারিসিয়ানরা। সেই সুযোগটাকে কাযে লাগাতে একটুই হেলা করেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। দীর্ঘ তিন বছর পর ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন তিনি। এ যেনো প্যারিস-সেন্ট-জার্মেনের বিপক্ষে বার্সেলোনার হয়ে করা দুর্দান্ত সেই ফ্রি কিকের পুনরাবৃত্তি, যা প্যারিসের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্নটাকে ধূলোয় মিশিয়ে দিয়েছিলো। রচিত হয়েছিলো চ্যাম্পিয়ন্স লিগের সেরা কামব্যাকের ইতিহাস।

দ্বিতীয়ার্ধেও পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখে প্যারিসিয়ানরা। এদিন নতুন সাইনিং মিডফিল্ডার ভিতিনহার পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো। মার্কো ভেরাত্তি আর ভিতিনহা মিলে পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে পিএসজি তাদের গোলের ব্যাবধান ৩-০ করেন। এবার স্কোরসীটে নাম লেখান স্প্যানের প্রাচীর খ্যাত তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। ম্যাচের শেষদিকে ডি-বক্সের ভিরতে নেইমারকে ফাউল করে নান্তসের খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ফলে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। পেনাল্টি থেকে বুদ্ধিতিপ্ত শুটে গোল আদায় করে নেন বর্তমানের অন্যতম পেনাল্টি টেকার নামে পরিচিত ব্রাজিলিয়ান প্রানভোমরা নেইমার জুনিয়র। ফলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি।

এই জয় মৌসুপের প্রথম ট্রফির স্বাদ পায় প্যারিস-সেন্ট-জার্মেইন। তাদের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয় আরেকটি ট্রফি দে চ্যাম্পিয়নস ট্রফি। অসাধারন পারফরম্যান্সে ম্যাচে শেরা খেলোয়ার নির্বাচিত হন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL