কেমন হলো এবারের বার্সেলোনার এটাকিং লাইন-আপ?

in BDCommunity2 years ago (edited)


image.png
UNSPLASH

বার্সেলোনা ; বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি স্প্যানিশ ফুটবল ক্লাব। ফুটবল ইতিহাসের সেরা পাচটি ফুটবল ক্লাবের মধ্যে বার্সেলোনা একটি। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবটি সময়ের সাথে সাথে নিজেদের নামের পরিচিতিটাও বারিয়েছে বহু গুনে। একের পর এক জিতে নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সবগুলো শিরোপা। ক্লাবভিত্তিক সবচাইতে বরো আসর “চ্যাম্পিয়ন লীগও” পাচবার জয় করেছে ইউরোপের জায়ান্টরা।

প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বহু নামি দামি খেলোয়াড় খেলে গেছেন এই ক্লাবে। এই যেমন রোনালদিনহো, জিলতান ইব্রাহিমোভিচ, ইনিয়েস্তা, জাভি, নেইমার জুনিয়র, দানি আলভেস সহ অনেকেই। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনার প্রানকেন্দ্র। আর্জেন্টিনার এই তারকা বার্সেলোনার হয়ে গড়েছেন অনেকগুলো অবিশ্বাস্য রেকর্ড। তবে বার্সেলোনার লিজেন্ড লিওলেন মেসির সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় ক্লাবের আর্থিক সংকটে।

মেসি চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনা যেন হারিয়ে যায় এক অজানা প্রান্তরে। নতুন কোচ রোনাল্ড কোমেন আর নতুন ক্লাব প্রেসিডেন্টের আদলে দলটাকে গোছানোর চেষ্ঠা করলেও ব্যর্থ তারা। অন্যদিকে করোনার প্রকোপে বহু আর্থিক লোকসানের সম্মুখীন হয় ক্লাবটি। একের পর এক প্রিয় ক্লাবের ব্যর্থতা দেখে হতাশ হয়ে পরে বার্সেলোনার সমর্থকরা। তার মাঝেই বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে ৮-২ গোলের লজ্জাজনক হারে সবদিক থেকেই আসতে শুরু করে পরিবর্তন।

রোনাল্ড কোমেনের পরিবর্তে দলের কোচের দায়িত্ব পান বার্সার সাবেক খেলোয়ার জাভি। জাভি আসার পর থেকেই কিছুটা উন্নতি চোখে পরে । টেবিলের শেষদিক থেকে দলকে টেনে তুলে চ্যাম্পিয়নস লীগে কোয়ালিফাই করাতে সম্পূর্ণ কৃতিত্ব তারই।

এবার জাভির চোখ দলকে আরো শক্তিশালী করার দিকে। কেননা মেসির বিদায়ের পর দলকে নেতৃত্ব দেওয়ার মতো একজন প্লেয়ারের বড়ই অভাব। এটাকিং থেকে শুরু করে ডিফেন্সেও রয়েছে ঘাটতি। গত ট্রান্সফার উইন্ডোতে তার বেশ কিছু প্লেয়ারকে দলে ভিরিয়েছিলো। তার মধ্যে অন্যতম ছিলো ডিপাই, দানি আলভেস এবং পিয়েরে এমেরিক আউবামেয়াং। কিন্তু তারা যথাযথ পারফরম্যান্স করতে ব্যর্থ।

তাই এই সিজনে দুটি বড়ো অংকের সাইনিং করিয়েছে জাভির বার্সেলোনা। সম্প্রতি তারা ৬০ + মিলিয়ন ইউরোর বিনিময়ে লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান উংগার রাফিনহাকে হলে ভিরিয়েছে। তাদের সবচাইতে বরো চমক ছিলো বায়ার্ন থেকে লেভেনডস্কিকে দলে নেওয়া৷ লেভেনডস্কি একজন হাই প্রোফাইল স্ট্রাইকার, যে কিনা ম্যাচের ভাগ্য একাই বদলে দিতে পারে৷ বার্সেলোনার তার মতো একজনের বড়ই প্রয়োজন ছিলো। আশা করা যাচ্ছে সামনের সিজনে লেভেনডস্কি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে।


FB_IMG_1658231978928.jpg
BARCELONA
FB_IMG_1658231493733.jpg
BARCELONA

সবমিলিয়ে এই সিজনে দারুন এক এটাকিং লাইন - আপ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। নতুন সাইনিং লেওয়া আর রাফিনহার পাশাপাশি আগেই থেকেই দলে আছে আনসু ফাতি, উসমান ডেম্বেলে, তোরেস, ডিপাই এবং আউবামেয়াং এর মতো খেলোয়ার। তাই কোচ জাভির হাতে ভালো অবশন থাকবে একাদশ নির্বাচন করার। আশা করা যাচ্ছে সামনের সিজনে পুরনো রপে ফিরবে স্প্যানিস জায়ান্টরা।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL