কাতার বিশ্বকাপ-২০২২ || ⚽⚽⚽ || 🏆 ||

in BDCommunity2 years ago (edited)


image.png
IMG

বিশ্বকাপ ফুটবল! বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। প্রতি চার বছর পরপর প্রতিটি উপমহাদেশ থেকে বাছাইকৃত দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট। ১৯৩০ সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্টের থেকে জাঁকজমক আর দ্বিতীয় কোন ফুটবল টুর্নামেন্ট নেই। যদিও উয়েফা চ্যাম্পিয়নস লিগ অন্যতম জনপ্রিয় একটি ফুটবল টুর্নামেন্ট, তবে এটি শুধু ক্লাব ভিত্তিক এবং তা ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ। চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলের আগমনে উৎসবে মেতে ওঠে গোটা বিশ্ব।

এবারও তার ব্যতিক্রম নয়! ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ বিশ্বকাপ। সেই হিসাবে পরেরটি ২০২২ তথা এই বছরই অনুষ্ঠিত হবে। এবারের আসরটি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে কাতার ইতিমধ্যেই তাদের সব আয়োজন সেরে ফেলেছে। তারা নির্মাণ করেছে বেশ কয়েকটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম, যেখানে তারা ব্যবস্থা রেখেছে সব ধরনের বিলাসিতার। অন্যান্য বিশ্বকাপ গুলোর তুলনায় এবারের বিশ্বকাপের আমেজটা অনেক বেশি। কেননা অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপ আয়োজনের খরচটাও যে অনেক বেশি।

কাতার বিশ্বকাপে ইতি- মধ্যেই ৩২ টি দল তাদের জায়গা পাকাপোক্ত করেছে। দীর্ঘ বাছাইপর্ব শেষে দলগুলো টিকেট কেটেছে এই বিশ্বাকাপে। ল্যাটিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করে ব্রাজিল এবং দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপে থেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ওয়েলস, পর্তুগাল এবং পোল্যান্ড। এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। তাছারাও আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আরো কয়েকটি দল।

তবে কয়েকটি শক্তিশালী দল কোয়ালিফাই করতে পারেনি ২০২২ কাতার বিশ্বকাপে। তাদের মধ্যে সবার উপরে থাকবে ইতালি নাম। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু এই দলটিই কিছুদিন আগে অর্জন করেছিলো ইউরোপের সেরার মুকুট। তার কিছুদিন পরই অপেক্ষাকৃত দুর্বল দল উত্তর মেসোডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ কোয়ালিফাই রেস থেকে বাদ পরে তারা। ইতালির মতো এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল, আর্জেন্টিনাকে হারিয়ে দুই বার কোপা চ্যাম্পিয়ন চিলি। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এর দেশ মিশরও এই বিশ্বাকাপে কোয়ালিফাই করতে পারেনি সেনেগালের কাছে হেরে।

কোয়ালিফাই করা দেশগুলো নিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে :-

গ্রুপ-এ : স্বাগতিক দেশ কাতার সাথে নেদারল্যান্ডস, সেনেগাল এবং ইকুয়েডর।

গ্রুপ-বি : যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান এবং ওয়েলস।

গ্রুপ-সি : মেক্সিকো, আর্জেন্টিনা, পোল্যান্ড এবং সৌদি আরব।

গ্রুপ-ডি : ডেনমার্ক, ফ্রান্স, তিউনিসিয়া এবং অস্ট্রেলিয়া।

গ্রুপ-ই : জাপান,স্পেন, জার্মানি এবং কোস্টারিকা।

গ্রুপ-এফ : মরক্কো, বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং কানাডা।

গ্রুপ-জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন।

গ্রুপ-এইচ :দক্ষিণ কোরিয়া পর্তুগাল, উরুগুয়ে এবং ঘানা।

কাতারে ২১ শে নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের এই মেঘা আসরের। এবারে আসরের ফেভারিট হিসেবে আমি এগিয়ে রাখবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এবং বেলজিয়ামকে। সবকিছু ঠিক থাকলে এই পাঁচদলের এক দলই হতে চলছে ২০২২ এর চ্যাম্পিয়ান।

অন্যান্য বারের মতো এবারের বিশ্বকাপেও আমি সমর্থন করবো প্রিয় দল ব্রাজিলকে। আপনি কোন দলকে সমর্থন করবেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL