Pakistan Taken the Revenge 💥💥💥

in BDCommunity2 years ago


FB_IMG_1662385589069.jpg
ICC

এক সপ্তাহের মধ্যেই দুই-দুইবার মুখোমুখি দক্ষিন এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান এবং ভারত। সেই দুই ম্যাচে আবার জয় পেয়েছে দুই দলই। তাহলে কে হারলো আর কে জিতলো? পাকিস্তান এবং ভারত দুই দলই জিতেছে আবার দুই দলই হেরেছে৷ হা ভাই ; এমনটাই ঘটেছে এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ভারত-পাকিস্তানের প্রথম দেখায় জয় পায় ভারত। কিন্ত এক সপ্তাহের ব্যবধানেই মুখোমুখি লড়াইয়ে সেই হারের প্রতিশোধটা নিয়ে নিলো পাকিস্তান।

প্রথম ম্যাচে হারের পর গতকাল ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হয় দু'দল। এই ম্যাচে ভারতের সুযোগ ছিলো পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয় বারের মতো জয় তুলে নিয়ে মূল্যবান দুটি পয়েন্ট অর্জন করার। অপরদিকে এই ম্যাচটি পাকিস্তানের জন্য ছিলো ঘুরে দাড়ানোর, প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার এবং মূল্যবান দুটি পয়েন্ট অর্জন করে ফাইনালে জন্য অগ্রসর হওয়ার।

এদিন শুরুতেই ভাগ্য সহায় হয় পাকিস্তানের। প্রথম ম্যাচে টসে হারলেও এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। তবে ব্যাট হাতে শুরুটা দারুন করে টিম ইন্ডিয়া। পাওয়ারপ্লেতে এক উইকেটের বিনিময়ে ৬২ রান সংগ্রহ করে তারা, রোহিত শার্মা ১৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন। কিন্তু পাওয়ার প্লেতে পরবর্তী প্রথম বলেই সাদাব খানের বলে নওয়াজের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল।

পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের সংগ্রহ পায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি তুলে নেয় আরেকটি মূল্যবান অর্ধশতক। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের একটি ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। পাকিস্তানের হয়ে বল হাতে এদিন দূর্দান্ত ছিলো সাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানের মাথায় বাবর আজমের মহামূল্যবান উইকেটটি হারায় পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান দলকে ধীরগতিতে এগিয়ে নিয়ে যেতে থাকে। নবম ওভারে দলীয় ৬২ রানে চাহালের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরে ফখর জামান। তার বিদায়ে অপ্রত্যাশিতভাবেই মাঠে আসেন মোহাম্মদ নাওয়াজ।

মাঠে এসেই পিছিয়ে পরা পাকিস্তানকে ম্যাচে ফিরায় এই পাকিস্তানি অলরাউন্ডার। মাত্র ২০ বলে ৪২ রানের এক মহামূল্যবান ইনিংস খেলে আউট হন তিনি। মোহাম্মহ রিজওয়ান ৭১ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেললেও ম্যাচ শেষ করার আগেই সাজঘরে ফিরেন তিনি। শেষদিকে আসিফ আলীর ঝরো ব্যাটিংয়ে প্রথম ম্যাচে হারের প্রতিশোধটা নিয়ে নেয় পাকিস্তান। দ্বিতীয়বারের মতো আরেকটি উত্তেজনাকর ম্যাচের সাক্ষি হয় ভক্ত সমর্থকরা।

এদিকে টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দল। চরম উত্তেজনাপূর্ণ এক ম্যাচ শেষে সেদিন জয়টা নিজেদের করে নিয়েছিলো টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে সেদিন ৫ উইকেটে জয়টা পেয়েছিলো ভারত। তবে ম্যাচ হারলেও ভারতের সাথে সমান পাল্লা দিয়ে খেলে গেছে পাকিস্তান দল। এবার দ্বিতীয় দেখায় জয় পেয়ে গেলো পাকিস্তান দলও। এটাই ক্রিকেটের আসল সৌন্দর্য। জয়টা কখনো চিরস্থায়ী নয়, আজ হেরেছেন! কাল জয়টা আপনারও হতে পারে। যদিনা আপনি চেষ্টা করেন।

বহুদিন পর ভারত পাকিস্তানের মধ্যকার এমন ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পেয়েছে ভক্ত সমর্থকরা। দু'দলের হার - জিত ছাপিয়ে জয় হয়েছে ক্রিকেটের।

Sort:  

এক সপ্তাহের মধ্যেই দুই-দুইবার মুখোমুখি দক্ষিন এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান এবং ভারত।

বড় কোনো আসর ছাড়া ত এই দুই দলের দেখাই হয় না। তাই এক সপ্তাহের মধ্যে ২ বার নুখোমুখি হওয়া ক্রিকেট প্রেমিদের জন্য অন্যরকম এক উৎসবের জায়গা, আর ফাইনালে যদি দুই দলের আবার দেখা হয়ে যায় তবে ত কথাই নেই।

ফাইনালে আবারো দেখা হলে ভালোই হবে 😃

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL