You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni—Issue 80

in BDCommunity3 years ago (edited)

বাচ্চা দুটো ভয় পাচ্ছে, মানসিক বিকাশে খারাপ একটা প্রভাব পড়বে।
@minhajmredol

শিশুরা ৭০% শিক্ষা পায় তাদের পরিবার থেকে। কিন্তু পরিবার থেকেই যদি তারা ঝগড়া ও বাজে আচরনের মতো খারাপ দিকগুলোর শিক্ষা পায় তাহলে তাদের থেকে ভালো কিছু আশা করাও ভুল। গ্রামাঞ্চলে এই ঘটনাগুলো বেশি লক্ষ্য করা যায়। আসলে পিতা-মাতার যথেষ্ট জ্ঞানের অভাবেই এই সমস্যার মূল কারন বলে আমি মনে করি।

Sort:  

আসলে পিতা-মাতার জ্ঞানের কমতির চেয়ে বড় বিষয় হলো আমরা সবাই নিজের দিকটায় বড় করে দেখি। এ জন্য অন্যের উপর কি প্রভাব পড়বে বা পড়বেনা সেটা নিয়ে আমাদের ভাবার অবকাশই থাকে না -- হোক সেটা নিজের সন্তান বা অন্যকেউ।

আর রাগ বরাবরই খারাপ কিছু বয়ে অনে।