আহা শৈশব! আপনার পোস্টটি পড়ে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো। কতোই না সুন্দর ছিলো দিনগুলো। খেলাধুলার প্রতি কতই না পাগল ছিলাম! প্রতিদিন স্কুল থেকে ফিরেই দৌড়ে মাঠে চলে যেতাম। ফিরতে ফিরতে অনেক সময় সন্ধ্যা পার হয়ে যেত। এর জন্য কতবার যে মায়ের হাতে মার খেয়েছি তার কোন হিসেব নেই।
আজ ব্যস্ততার কারনে আর প্রিয় শখগুলো পূরণ করা হয়ে ওঠে না। বিশ্ববিদ্যালয় জীবন শেষে হয়তো জীবনের সকল শখ আমাকে ছুটি জানাবে৷ ভাবতেই মন খারাপ লাগছে 😑