বৈশাখী ঝড়...

in BDCommunity2 years ago (edited)

পড়ন্ত বিকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আনন্দের প্রশ্নকে পাত্তা না দিয়ে বললাম, শোনো আনন্দ! শুভখন ঠিক করো। শাড়ি পরে ঘুরতে যাব।
বহুদিন পর বাড়িতে এসে আম্মার আলমারি ভর্তি শাড়ি দেখে শাড়ি পরতে সখ হয়েছে!
আনন্দ উত্তর দিল "আজইতো সেই শুভ দিন!"
আমি হুজুগে সে অবিসংবাদিত। আর এমন হুজুগেকে নগদে তাল দেয়ার মানুষজন থাকা আরও সর্বনেশে!
কিন্তু সমস্যা হলো, শাড়িতো যেমন তেমন পোশাক না। শাড়ির সাথে লাগে অনেক আয়োজন আর এস্থেটিকতা!
সেইসব কোনো সরঞ্জামতো আমার নাই!
আমার কোথাও যাওয়া মানে এক জোড়া শার্ট আর প্যান্ট আর বুট গলিয়ে দৌড় দেয়া স্বভাব।
সে আলমিরার কোনাকাঞ্চি খুঁজে বহুদিনের অনাদরে পড়ে থাকা, বহু আগের কেনা কাঁচের রেশমি চুড়ি খুঁজে পেলাম।
আম্মার থেকে স্যান্ডেল ধার নিলাম (কারণ জীবনে কেডস ছাড়া কোনো নানন্দিক, মেয়েলি জুতার অস্তিত্ব নাই!) সে ফিট হয়না কোনোমতেই পায়ে!

তখন বেলা প্রায় পড়েই এসেছে।
সবাই বর্ষ বরণ করে বাড়ির পথ ধরেছে!
আর আমি বেরুচ্ছি বর্ষ বরণে!
আমি যেখানে দু খানা কাপড় পরেই অস্বস্তিতে মরে যাই সেখানে, এই তপ্ত গরমে, জবরদস্ত মোটা সুতার শাড়ি কয়েক প্রস্থ পেঁচিয়েছি।
রাবি'র শহীদ মিনারে বসে খুব পয়লা বোশেখ পালন হলো আমাদের!
গতকালকেও ভাবিনি যে এই আহ্লাদ, এই পুরোনো মিনারে, পুরোনো লোকেদের সান্নিধ্যে আবারও উপভোগের সুযোগ আসবে!

photo_2022-04-14_23-00-52.jpg
বিনোদীনি
আমি খুব একটা উপলক্ষ উদযাপন প্রিয় মানুষ না। ঘরকুনো, আরাম প্রিয় প্রজাতি!
কিন্তু এই বৈশাখ উদযাপন আমার ভারী প্রিয় ছোটোবেলা থেকেই।
ঈদের আয়োজন যেমন তেমন, বাড়িতে ছোটোবেলায় বোশেখের আয়োজন হতো বড়ই দূর্দান্ত, রঙিন ।
আমার খুবই সখের, আহ্লাদের বৈশাখ।
ঈদের জামা আমার হোক না হোক, বৈশাখে আমার লাল-সাদা জামা চাই-ই চাই।
আমাদের মধ্যবিত্তের টানাটানির সংসারেও আমরা এইদিন সব অভাব, অনটনকে পাশে সরিয়ে রাখার ধৃষ্টতা দেখাতাম বৈ কি।
এ যেনো এক অন্য রীতি, রেওয়াজ। যার অস্তিত্বকে সানন্দে, অকপটে স্বীকার করাই ছিল ধর্ম।

ইদানীং ধর্ম, সংস্কৃতির এক মহা দ্বন্দে পড়ে জীবন বড় বিক্ষিপ্ত।
আগে বৈশাখের ঝড় শুধু আমের বাগানেই লাগতো, এখন সে ঝড় মনেই বেশী লাগে।
এখন আর "ধুয়ে যাক, মুছে যাক গ্লানি" সুরে যেনো জোর পাওয়া যায়না।
কোথায় যেনো হারিয়ে গেলো আহ্লাদ, সে হাসি, সে আনন্দ, উপভোগ, হরেক রঙ...
সবকিছুর যে জীর্ণতা, সেটা যেন ঠিক ধুয়ে যেয়েও যায়না!
বড় কষ্ট হয়! তবুও গেয়ে যাই অবিচল, অবিরত...

তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...

নব বর্ষের শুভেচ্ছা সবাইকে।
আরো একটা সুন্দর, সুখী আর সমৃদ্ধ সময়ের কামনায়।

Sort:  

Congratulations @fahmidamou! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You distributed more than 100 upvotes.
Your next target is to reach 200 upvotes.
You received more than 900 upvotes.
Your next target is to reach 1000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support the HiveBuzz project. Vote for our proposal!

শুভ নববর্ষ

You are late 🤨

নবর্ষের অনেক শুভেচ্ছা 💜 বৈশাখ কেমন পালন করলা!

আমি খুব একটা উপলক্ষ উদযাপন প্রিয় মানুষ না। ঘরকুনো, আরাম প্রিয় প্রজাতি!

😄ঘুমে কেটেছে সারাদিন.

🤨 তাই বলে পয়লা বৈশাখেও! এইটা কোনো কথা!

পয়লা বৈশাখ উদযাপন করেছি আজ থেকে আরও ৭,8 বছর আগে। যখন হোস্টেল এ ছিলাম স্কুল এ থাকতে । বন্দি জীবন ছিল তবুও সাদা পাঞ্জাবি পরে দুপুর বেলা পান্তা ভাত খাওয়া বন্ধুদের সাথে। এখন আর আগের মত হয়ে উঠে না,বন্ধুরাও নেই তাই গুমিয়ে থাকি 😁।

এই চঞ্চলতাহীন, নৈরাস্যে ভরা বালকদিগকে লইয়্যা কি করিব!🤦‍♀ ইহাদের অন্তর্মুখীতা, কর্মচঞ্চলহীন স্থবির জীবনাচার, একদিন আমাদিগকে আবারো গুহাবাসী জীবনে প্রত্যাবর্তন করাইবে যেকোনো দিন তার ভুল নেই! 🤦‍♀

 2 years ago  

Damn.. How you guys survive in Shari is beyond me. But glad that you are keeping the tradition alive. :')

শুভ late নববর্ষ :v

That well I am not much of a fan either as I am a very fashion-sense-less man!
However, I think it's part of my habit that I like to both become wild and beauty regarding the circumstance if that's to my likings!
It saves some unwanted attention and social trouble. 😂

 2 years ago  

Yoo.. that's a talent :v Not all of us can do such thing :v you are like a shapeshifter :v

or a jellyfish😂

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL