জীবনঃ বুনো পশ্চিম

in BDCommunity6 months ago (edited)

কেমন হতো যদি, অ্যান ওকলে হয়ে জন্মাতাম।

দাপিয়ে বেড়ানো যেতো থান্ডার বোল্টের পিঠে চেপে
বুনো পশ্চিমের এ মাথা ও মাথা?


IMG_20231019_095727.jpg

আবার কখনো মধ্যরাতে আগুনের ওমে দলবল নিয়ে গাওয়া হতো
আগুনের দিনের ফাগুনের দিনের গান!
মাঝে মাঝে ঘাঁটি ছেড়ে লোকালয়ে যেয়ে,
জীবনকে একটু তাতিয়ে নেয়া যেতো।
কোনো এক উত্তপ্ত জনপদ কিংবা আক্রান্ত শহরে।

কখনোবা কর্মক্লান্ত মানুষের ঘামের গন্ধ
মিশে যাওয়া চুরুটের ধোঁয়ায় আর সেলুনের হল্লায়, আবার কখনো পাইনের সারির আড়ালে,
কোনো বক্স ক্যানিয়নে সেঁধিয়ে থেকে নির্জনবাস।

কখনো মেক্সিকান বর্ডারেতো, কখনো টেক্সাস রেঞ্জে,
কিংবা রেলরোডের কিনারে ওঁৎপেতে!
ভোরের তেতো কফির চুমুকের সাথে
উড়িয়ে দেয়া যেতো কিছু দীর্ঘশ্বাস?
কখনো জন ক্যালকিনের মত টেক্সাস রেঞ্জারদের
তাড়া খেয়ে ছুটতাম দিগবিদিক ছড়িয়ে।

তারপর একদিন কপালে অথবা হৃদয়ে,
একটি বন্দুকের গুলির নিষিদ্ধ প্রবেশ,
হয়ে যেতাম কফিনবিহীন একটা পাথরে খোদাই ফলক---

"এখানে শান্তিতে শায়িত অ্যান ওকলে।
জীবনকে যে পুরোপুরি পেলেও,
জীবন যার নাগাল পেতে ব্যর্থ হয়েছিলো।
"

All the contents are mine untill mentioned otherwise.