Ashaa Othoba Nirashaa:[ কিছু আশা ভরসা হয়, কিছু নিরাশায় হারায়... তবু জীবন নিজ নিয়মে আগামীর পথে বাড়ায়]

in BDCommunity4 years ago (edited)

"নাহ আমি নিরাশাবাদী নই,
তবে আমৃত্যু আশা করে হতাশ হতে রাজি নই মোটেও,
আবার রাজি নই নিরাশাকে অম্লানবদনে মেনে নিয়ে
আশাবাদী সাজার ভান করতে-"

source



hope-2019-07-05-22-48-28.jpg
image source

আশা জিনিসটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে , আপনি পৃথিবীতে এমন একজন মানুষ পাবেন না যে আশার সাথে বেঁচে থাকে না। প্রত্যেকটা মানুষই আশা নিয়ে বেঁচে থাকে। যেমন একটা গরীব দুস্থ লোক তার আশা হচ্ছে যে সে যেন খোদার রহমতে ঠিকমতো তিন বেলা খেতে পারে। একটা রিকশাচালক প্রতিদিন এই আশা নিয়ে ঘর থেকে বের হয় যে ,সে যেটা আশা করেছিল সেটাই যেন ইনকাম করতে পারে। আবার একটা ভিক্ষুক সেও কিন্তু প্রতিদিন অনেক আশা নিয়ে ভিক্ষা করতে বের হয় যে ,সে যেন আজকে ভালো ভিক্ষা করতে পারে। আবার একজন স্টুডেন্ট অনেক আশা নিয়ে লেখাপড়া করে কারণ সে জানে যে সে লেখাপড়া করলে জীবনে বড় কিছু হতে পারবে। আমাদের বাবা-মা আমাদের স্কুলে ভর্তি করান। কারণ তাদের অনেক আশা যে ,আমরা স্কুলে ভর্তি হলে জীবনে ভালো কিছু করতে পারবো। আসলে এখান থেকে বোঝা যায় যে আশা জিনিসটা সবার মধ্যেই আছে এবং সবাই এই আশা নিয়েই বেঁচে থাকেন। এবং এটা ভাবেন যে, হ্যাঁ ভালো কিছু অবশ্যই হবে। কখনো না কখনো ভালো কিছু হবেই, সাফল্য ধরা দিবেই , এই আশা নিয়েই সবাই বেঁচে থাকে। আশা জিনিসটা যদি না থাকতো মানুষের মধ্যে ,মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যেত না। কখনোই সাফল্যের পিছনে ছুটতো না। আসা জিনিসটা আছে দেখেই সে অনেক বাধা বিপত্তি আসা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে চলে। কারণ সে জানে যে আশা যদি সৎ হয় তাহলে সাফল্য ধরা দিবেই। এখন একটা জিনিস খেয়াল করেন যে আসার সাথে নিরাশাটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু ধরেন যে আমরা যদি কোন একটা কাঙ্ক্ষিত সাফল্য না পাই , তাহলে আমরা নিরাশ হয়ে যাই। আমার পার্সোনাল অপিনিওন হচ্ছে , আমরা যতই বলি যে আমরা নিরাশ হয়ে যাই ,তারপরেও আমাদের ভিতরে ক্ষীণতম একটু আশা থাকে। যে আমরা এই আমাদের অসাফল্যকে সাফল্যে পরিণত করতে পারবো। নিরাশার পিছনে আমরা কিছুটা হলেও আশা নিয়ে থাকি যে, আমাদের সাফল্য আসবেই। সে জন্য আমরা বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা করি। তাই আমার কাছে মনে হয় যে, নিরাশা জিনিসটা একটা মানুষের কাছে থাকে, কিন্তু সে এই নিরাশাকে অতটা দাম দেয় না। যদিওবা সে এটার দাম দেয় ,কিন্তু এই আশা জিনিসটা তার মধ্যে অটোমেটিক চলে আসে। কারণ তাকে বেঁচে থাকতে হবে। আমার কথাগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ কিছু মানুষ এতোটাই নিরাশ হয়ে যায় যে, সে সুইসাইড করতে বাধ্য হয়। এইসব মানুষের ক্ষেত্রে আমার এই আর্টিকেলটা ব্যতিক্রম। তবে যদি আমি মনে করি যে টেন পার্সেন্ট মানুষ হতাশ হয়ে সুইসাইড করে, এর মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষই কিন্তু নতুন করে আশার আলো দেখে। এই টেন পার্সেন্ট মানুষ এর চিন্তাভাবনাটা এরকম যে , "তারা নিরাশাবাদী নয় ,কিন্তু তারা এই ব্যর্থ আশার স্বপ্ন দেখতেও রাজি নয়"। আসলে এই জিনিসটা ,এই চিন্তা ভাবনা টা তাদের মধ্যে অনেক বেশি। এজন্যই তারা হয়তো সুইসাইড করে। আর এটা করা কখনোই ঠিক না। আশা রেখে কাজ করে যেতে হবে সাফল্য আসবেই ,অবশ্যই আসবে।

আমার পুরো আর্টিকেলটা যদি চার লাইনে বলতে হয় তাহলে ঠিক এরকম হবে যে......


"নিরাশা ডেকে বলে, শোন ভাই আশা;
বেহায়া খুব তুমি মিছে ভালোবাসা।
জানো কিছু পাবে না তবু থাকো আশায়,
বেলা শেষে চোখ দুটি জলে খালি ভাসায়!"
source
Hope is an integral part of our lives. Because if you notice one thing, you will not find a person on earth who does not live with hope. Every human being lives with hope. Such a poor miserable man hopes that by the grace of God he can eat exactly three meals a day. Every day a rickshaw puller comes out of the house in the hope that he can earn what he had hoped for. He is also a beggar, but every day he goes out to beg with the hope that he will be able to beg today. Again, a student studies with a lot of hope because he knows that if he studies, something big can happen in life. Our parents enrolled us in our school. Because they have high hopes that we will be able to do better in life if we are admitted to school. In fact, it is understood that the thing of hope is in everyone and everyone lives with this hope. And it seems that there must be something better. Sometimes something good will happen, success will come, everyone lives with this hope. If there was no hope in people, people would not move forward. Never chased after success. Seeing that there is something to come, he moves forward in spite of many obstacles. Because he knows that if the hope is honest then success will come. Now one thing you notice is that the disappointment is also involved with the arrival. But suppose that if we do not get the desired success, then we become frustrated. My personal opinion is that no matter how much we say we get frustrated, we still have the faintest hope inside us. That we can turn this failure of ours into success. Behind the despair, we hope that our success will come. We try to find different ways for that. So it seems to me that the thing of despair is with a man, but he does not value this despair so much. Although he pays for it, this hopeful thing comes automatically to him. Because he has to survive. My words are an exception in some cases. Because some people become so depressed that they are forced to commit suicide. This article is an exception for these people. But if I think that ten percent of people commit suicide out of frustration, about 90 percent of them see a new light of hope. The thinking of these ten percent of people is that they are not pessimistic, but they are not willing to dream of this failed hope. In fact, this thing, this thought is a lot of them. That is why they may commit suicide. And it's never right to do that. We have to work with hope. Success will come, of course.


THANK YOU

MORE ABOUT ME

NAME
FAHIM ASHHAB
PHOTOreceived_1134210420250986.jpeg
FIND ME ON
FACEBOOK INSTAGRAM Twitter My Youtube Channel

Sort:  

Hi @fanhim, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON