আমার বাগানের কিছু ফুলের ছবি

in BDCommunity3 years ago (edited)

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
[বর্ষার স্নিগ্ধ-শীতল সকালে এলোমেলো মৃদু হাওয়ার দোলা দেওয়া শীতের হালকা শিশিরের বিন্দুর মতো টাটকা ,সতেজ এবং স্বতঃস্ফূর্ত মনোরম ফুলের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি( @green015)।আশা করি ,ফটোগ্রাফিগুলি দেখে আপনাদের মন ও ফুলের মতোই সজীব ও সতেজ হয়ে উঠবে।]
তো চলুন দেখে এবং জেনে নেওয়া যাক এই ফুলগুলি সম্পর্কে---

★সন্ধ্যামালতি/4 o'clock / সন্ধ্যাতারা ফুল ★

IMG_20210708_063401.jpg

বন্ধুরা, উপরের নাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন জাতীয় ফুল।এই ফুল সাধারণত সন্ধ্যাবেলাতে ফোটে বলেই এর বাংলা নাম সন্ধ্যামালতি এবং সন্ধ্যাতারা।আবার সারাদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 4 টা বাজলেই এই ফুল ফোটে বলেই এর ইংরেজি নাম 4 o'clock।

IMG_20210712_075914.jpg

এই ফুল দিনে দুইবার ফোটে। বিকেল 4 টায় ফুটে সারারাত সজীব থাকে কিন্তু ভোর 4 টায় ফুটে এটি সকালে কিছু সময় সজীব থেকে তারপর শুকিয়ে যায়।তাছাড়া এই ফুল ফুটলে সুন্দর একটি সুগন্ধ সৃষ্টি হয়ে চারিদিকে সুবাসে ছড়িয়ে দেয়।

IMG_20210708_063326.jpg

আমার একটি গাছেই তিন প্রকারের ফুল ফুটেছে।একটি সম্পূর্ণ সাদা, একটি সাদা ফুলের মধ্যে দুটি গোলাপি রঙের সরু রেখাঙ্কিত করা এবং আরেকটি সাদাফুলের মধ্যে মোটা পিঙ্ক কালার আপনারা দেখতেই পাচ্ছেন।এই ফুলের দানা দেখতে ভীষন সুন্দর।

IMG_20210708_063345.jpg

আমার বাগানে সন্ধ্যামালতি ফুলের একটিই মাত্র গাছ আছে।তবে আমার একটি গাছে এই ভিন্নধর্মী দৃশ্য দেখতে বেশ লাগে।এই জন্য এই ফুলটি আমার কাছে ভীষন একটি প্ৰিয় ফুল।

    ★ সাদা এবং লাল ডাটা শাকের ফুল★

IMG_20210708_063938.jpg

এটি হল সাদা ডাটা শাকের ফুল।আমাদের ক্ষেতে লাগানো হয়েছে এবং বীজ করতে রাখা হয়েছে।গ্রামবাংলার মানুষ এই শাকের ডাটা খেতে খুব পছন্দ করে।

IMG_20210708_063922.jpg

এটি আমার বাগানের সবজি ক্ষেতের লাল ডাটা শাকের ফুল।এটিও বীজ করতে রাখা হয়েছে।এর ডাটা রান্না করে খেলে প্রচুর পরিমানে ভিটামিন পাওয়া যায়।এটি শরীরের জন্য ভীষন উপকারী একটি শাক।এটি খেলে শরীরে রক্ত ও হয়।

     ★বড়ো টগর ফুল★

IMG_20210708_063219.jpg

আমার বাগানে একটিই বড়ো টগর ফুলের গাছ রয়েছে।তবে এতেও ফুলের মধ্যে সামান্য ভিন্নতা লক্ষ্য করা যায়।

IMG_20210708_064001.jpg

এই টগর ফুলের কোনোটার পাঁপড়ি সম্পূর্ণ মেলে গিয়ে ভিতরের হলুদ রঙটি স্পষ্ট হয়ে ওঠে আবার কোনোটি ভিতরের অংশ না মেলে গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে হয় ।

IMG_20210709_054256.jpg

IMG_20210708_063238.jpg
আমার লোকেশন
তবে এই ফুল ফুটলে তেমন কোনো সুবাস ছড়ায় না।কিন্তু ফুলটি ছিঁড়লে দুধের মতো সাদা রঙের আঠা বের হয়।এই ফুলের মধু বিভিন্ন পোকা-মাকড় সংগ্রহ করে থাকে।
আশা করি আমার ফটোগ্রাফিগুলি সবার ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2
ফটোগ্রাফি: @green015
অভিবাদন্তে: @green015