"প্রকৃতির অপরিসীম সৌন্দর্য্যের সৃষ্টির ছবি"

in BDCommunity3 years ago

নমস্কার

আজ বিকালে আকাশের অবস্থা ভালোই ছিল।আর বিকেলে প্রকৃতির অসাধারণ সৃষ্টিগুলি চোখের সামনে দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিল।একবার এদিক থেকে ওদিক আবার কখনো বা ঘাসের উপর আবার কখনো সবজি বাগান গুলির উপর। এতক্ষণ ধরে কাকে নিয়ে ভাট বকছি সেটাই ভাবছেন তো? হ্যাঁ, আমি প্রকৃতির সমস্ত রং দিয়ে সাজানো ডানা মেলে উড়ে চলা প্রজাপতির কথা বলছি।যার রংয়ে বিমোহিত করে সকলকে।রং চেনাতে সাহায্য করে আর জাদুর রং গায়ে মেখে মধু পান করে।সেই রংধনুর রংকে এবং প্রকৃতির অপরিসীম সৌন্দর্য্যের সৃষ্টি প্রজাপতিকে ফোনে ধারণ করতে ঘর থেকে বেরিয়ে আসলাম পুকুর পাড়ে।প্রজাপতির পিছনে ঘুরতে ভালোই লাগে।তো তারই কিছু ছবি তুলে ধরলাম আপনাদের মাঝে।

IMG_20210727_151732.jpg

IMG_20210727_151724.jpg

IMG_20210727_151736.jpg

এখানে বিভিন্ন ধরনের প্রজাপতির মেলা বসেছে।আর প্রতিদিনই আমাদের বাড়িতে বিকেলে বিভিন্ন রঙয়ের ফড়িং এবং প্রজাপতির মেলা বসে ফুলে কিংবা পুকুর পাড়ে জলের উপর ঘাসে।আজ ও বসেছিল অন্যান্য দিনের মতোই।

IMG_20210727_151643.jpg

IMG_20210727_151713.jpg

IMG_20210727_151615.jpg

আসলে প্রত্যেকটা প্রজাপতির সৌন্দর্য্য আলাদা আলাদা হয়ে থাকে।কিন্তু আমরা সাধারণ ভাবে দুই ধরনের প্রজাপতি এখানে ধরে নিতে পারি।একটি সাদা এবং অন্যটি রঙ্গিন।

IMG_20210727_151611.jpg

IMG_20210727_151557.jpg

IMG_20210727_151548.jpg
পুকুরের অন্য পাশে অনেক সাদা রঙের প্রজাপতির মেলা বসেছিল।কিন্তু জলের উপর সাদা প্রজাপতির ছবি ঠিক ফুটে উঠবে না ।এইজন্য ছবি তুলতে গিয়ে ও ফিরে আসলাম ঘরেতে।

IMG_20210727_180236.jpg
আশা করি আমার তোলা ছবিগুলি সকলের ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2

ফটোগ্রাফি: @green015
অভিবাদন্তে: @green015

Sort:  

Congratulations @green015! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You got more than 500 replies.
Your next target is to reach 600 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP