আলু দিয়ে ঝটপট গরুর মাংস

in BDCommunity4 years ago
Authored by @Hanif

আসলামু আলাইকুম,সবাই কেমন আছেন?
আলু দিয়ে গরুর মাংস সুস্বাদু একটি খাবার।অনেকেই ভাবেন গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে।
যাদের এই ভাবনা তাদের জন্য আজকে থাকছে আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি।
IMG_20210514_213216.jpg

আপনারা এই নিয়ম ফলো করলে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন সুস্বাদু গরুর মাংসের রেসিপি।

প্রয়োজনীয় উপকরনঃ

১. গরুর মাংস ১কেজি

২. আলু ২৫০ গ্রাম

৩.পেঁয়াজ কুচি ১ কাপ

৪. হলুদের গুড়া ১ চা চামচ

৫.মরিচের গুড়া ২চা চামচ

৬.জিরা বাটা ৩চা চামচ

৭.রসুন বাটা ২চা চামচ

৮.আদা বাটা ২চা চামচ

৯.এলাচ ৪টি

১০.লং ৪টি

১১.দারুচিনি ৩-৪ টুকরো

১২.লবন স্বাদ মতো

১৩. তেল দেড় কাপ।

IMG_20210510_014450.jpg

প্রস্তুত প্রনালীঃ

প্রথমে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
এবার আলু গুলো চার টুকরো করে কেটে ধুয়ে নিন।
IMG_20210521_125003.jpg

IMG_20210514_105339.jpg

তারপর একটি প্যানে তেলে দিয়ে তাতে গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে।
IMG_20210514_110125.jpg

এবার অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে আলু ভেজে নিন।
মাংস সিদ্ধ হয়ে এলে এতে ভাজা আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
IMG_20210521_131823.jpg

কিছুক্ষণ পর ঢাকনা তুলে এতে কাঁচামরিচ ও গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন।
ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু গরু-আলু-ঝোল।

Sort:  

Such type of posts has nothing to do with tag LEOFINANCE
Next time my downvotes are guarantied on such

Please read this:
https://leopedia.io/faq/#what-kind-of-content-can-i-post-on-leofinance

Posted Using LeoFinance Beta