ashaa othoba nirashaa || ধোঁয়াশা

in BDCommunity4 years ago

জীবন থেকে চাইলেই পালানো যায় না,পালাতে গেলেও পালানো হয় না।জীবনটা মেনে নিতে হয় সেটা যেমনই হউক।জীবন কিছুটা মেঘ,কিছুটা আবেগ আবার খানিকটা আশা নিরাশার ভেলা।রাত যখন আছে আলো আসবেই,আধার কেটে সকাল ফোটবেই।মানুষের আশার শেষ নেই মানুষের চাওয়া পাওয়ার হিসাব নেই দিনশেষে মেলে না অনেক কিছুই,অর্থাৎ আশার অন্ত নাই।


সত্যি বলতে কি আশাই জীবন, আশার ভেলা ভাসিয়ে সকলেই বেঁচে থাকে।সাগরে সামান্য খরকুটো ধরে ভেসে থাকার কথা সকলেই সুনেছি।এজন্যই মনে হয় কবি বলেছিলেন""সংসার সাগরে সুখ দুঃখের তরঙ্গের খেলা, আশা তার একমাএ ভেলা।"জীবনে সবাই সুখ সুখ করে জীবনপাত করে, পাশের ঘরে যে নিরাশা বাসা বেঁধে আছে এটা কেউ জানেনা।যে কিনা হুট করে আমাদের আশার মধ্যে এসে বসবাস শুরু করে।
কঠিন সব কষ্টের মধ্যেও আমরা আশা নিয়ে বেঁচে থাকি।কেননা জীবন যে মধুর।আমরা কঠিন বাস্তবতাকে সামনে রেখে পথ চলি।তারপরও আশা করি যে সামনে কিছু হবে নতুন কিছু পাবো সামনে আমাদের জন্য কিছু অপেক্ষা করছে।আর সমাজে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের আশাকে তিরস্কার করে কিন্তু আমারা হাল ছাড়ার মানুষ নই।কেননা আশার ভেলায় চড়ে আমরা আকাশ সিমানা পাড়ি দিতে পারি আর আশায় আমাদের জীবনকে সার্থক মানুষ করে তুলতে পারে।
ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম ইংরেজিতে"লাইফ ইজ নট এ বেড অফ রোজেজ"এইতো জীবন।জীবনে যেমন রয়েছে ফুল তেমনি রয়েছে ফুলের কাটা যেমন রয়েছে রাগ অভিমান না পাওয়ার ক্ষোভ, টানা পোড়ন তেমনি জীবনে রয়েছে আশা নিরাশার।আসলে জীবনের মানে একেক জনের কাছে একেক রকম আমার জীবন আমার কাছে একরকম আপনার জীবন আপনার কাছে একরকম তাদের জীবন তাদের কাছে এক রকম।
জীবনে আশা ছাড়া কিছু করা সম্ভব নয় কারণ আশায় বাঁচে মানুষ। কৃষক যেমন কষ্ট করে ফসল ফলিয়ে হাসি দেয় যে তার ভালো ফসল হবে সে এবার অনেক কিছু কিনবে খাবে কিন্তু হয়তো দেখা গেলো বন্যায় তার ফসল নষ্ট হয়ে গেলো। তবুও সে কিন্তু আশা ছাড়েনা পরের বছর সে আবার জমিতে ফসল ফলায়।তেমনি আমাদেরও আশা ছাড়া চলবে না।নিরাশ হতেই হতেই হয়তো একদিন আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবো।আপনারা এটা বিশ্বাস করবেন কিনা জানিনা কঠিন কষ্টের পরে যে সফলতা আসে তার অনূভুতি টা অন্যরকম যা বলে বুঝানো যাবে না।
আমরা মানুষেরা অপেক্ষা করতে করতে এক সময় , ''সময়'' ফুরিয়ে যায় কিন্তু আশা ফুরায় না। এই আশাটাই মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন দেখায়। সবশেষে আমি একটা কথাই বলবো আশা ছাড়া যাবে না আপনারা কেউ আশা ছারবেন না বাঁধা তো আসবেই আর সেটাই আপনাকে আমাকে কাটিয়ে উঠতে হবে।"ধন্যবাদ"
received_366603777638345.jpeg

Sort:  

অনেক ভালো লিখেছেন আপু 😊😉

ধন্যবাদ আপু।লিখাটা পড়ার জন্য।

শুরুটা যেমন ছিল , শেষের দিকটাও তেমন ছিল । সব মিলে সুন্দর। ধারাবাহিকতা বজায় রাখো । ☺

Thank you my dear husband .😍

জীবনে যদি বাধা না পায়ে শুধু এগিয়েই যাচ্ছেন তাহলে ধরেই নিতে হবে আপপি অনেক পিছিয়ে। কাজে বাধা আসলে জরুরী। না হলে হয়তো হঠাৎ একদিন উপর থেকে পরে যাবেন। আর উঠে দাড়ানোর শক্তি থাকবে না।

চিন্তা যুক্ত কথা বলেছেন। যাইহোক দোয়া রাখবেন।

অবশ্যই ভাবি।