মেয়েদের কি সব সমস্যার সমাধান বিয়ে ?

in BDCommunity5 months ago

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।

আমাদের দেশে আমাদের সমাজে মেয়েদের নিয়ে কিছু অযুক্তিক কথা প্রচার হয়েছে , আমাদের দেশে এই অযুক্তিক কথা গুলো মেয়েদের শুনানো কি অনেক বেশি জরুরি ? আমার মোতে এই কথা গুলো বা এই বাক্য গুলো সম্পূর্ণ অযুক্তিক , আমাদের সমাজ এর মানুষের এই কথা গুলো তাদের মুখে আটকে গেছে , সমাজে যে কারো বিয়ের সময় কাছে আসলে এই কথা গুলো কেউ না কেউ বলবেই , কিন্তু আমরা মেয়েরা কি এই কথা গুলো প্রস্তুত ? আজকে আমি আপনাদের সাথে মেয়েদের বিয়ে নিয়ে সমাজের কিছু অযুক্তিক কথা আপনাদের সাথে শেয়ার করবো।

wedding-964415_960_720.jpg
image source

মেয়েদের সব সমস্যার সমাধান বিয়ে। ....

১। মেয়ের বয়স 18 হয়ে গেছে বিয়ে দিয়ে দাও।

২. মেয়ের মা নেই বিয়ে দিয়ে দাও, মেয়ে মা হিসেবে একজন শাশুড়ি পাবে।

৩. মেয়ের বাবা অসুস্থ বিয়ে দিয়ে দাও, বেঁচে থাকতে মেয়ের বিয়ে দেখে যাক।

৪. মেয়ে মোটা হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দাও, পরে কিন্তু বিয়ে দিতে পারবা না।

৫. মেয়ে অনেক শুকনা , বিয়ে দিয়ে দাও বিয়ের পর এমনিতেই মোটা হয়ে যাবে।

৬. মেয়ে অনেক সুন্দর বিয়ে দিয়ে দাও , সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ।

৭. মেয়ে সুন্দর না বিয়ে দিয়ে দাও , বিয়ের পর একটা গতি তো হবে।

৮. মেয়ে কাজ পারে না বিয়ে দিয়ে দাও , বিয়ের পর ঠেলার পর সব কাজ শিখে যাবে।

৯. মেয়ে এত কাজ পারে বাহ বিয়ে দিয়ে দাও .

১০. মেয়ে দেখি অনেক জেদি বিয়ে দিয়ে দাও , দেখবা বিয়ের পর সোজা হয়ে গেছে।

১১. মেয়ে অনেক বোকা বিয়ে দিয়ে দাও, দেখবা বিয়ের পরে সব বুঝে যাবে।

১২. মেয়ের অনেক ছেলে বন্ধু আছে ,বিয়ে দিয়ে দাও , দেখবে মনটা এক জায়গায় স্থির থাকতে।

১৩. মেয়ের অনেক ঘুরতে পছন্দ করে , বিয়ে দিয়ে দাও , যত ঘুরাঘুরি সব বিয়ের পর জামাইর সাথে।

১৪. মেয়ের বয়স বেড়ে গেছে বিয়ে দিয়ে দাও না কেন ? পরে আবার বাচ্চা হবে না।

১৫. মেয়ের বিএফ আছে বিয়ে দিয়ে দাও , কেলেঙ্কারি ঘটার আগেই।

১৬. মেয়ের বিএফ নেই বিয়ে দিয়ে দাও , এখন বিয়ে দেওয়ার জন্য একদম পারফেক্ট সময়, না হলে পরে আবার বিএফ জুটে যাবে।

১৭. মেয়ের রেজাল্ট খারাপ , তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও , মেয়েকে ঘরে রেখে আর কি হবে।

১৮. মেয়ে অনেক ভালো স্টুডেন্ট বিয়ে দিয়ে দাও , পরে আবার যোগ্য পাত্র খুঁজে পাবে না।

মেয়ে তুমি বাঁচতে চাও তাহলে বিয়ে করে ফেলো।
কারণ। .................
মেয়ে তোমার শুধু বউ হয়ে বাঁচার অধিকার আছে মেয়ে হয়ে নয়।

আমার মোতে আমাদের সমাজের এমন কিছু মানুষ যারা সব কথা বলে , তাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনা উচিত , তাদেরকে এটা বুঝাতে হবে যে মেয়েরা সমাজের বোঝা না , এখনকার মেয়েরা অনেক কিছু করতে পারে , ও ছেলেদের মতো মেয়েরাও অনেক কিছু করে দেশকে আরো উন্নত করতে পারে। আমি আশাকরি আজকে আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই পোস্ট নিয়ে আপনাদের কাছে কিছু বলার থাকে তাহলে আমার অবশ্যই মন্তব্য করে জানাবেন , আমি এই কথা গুলো ফেইসবুক থেকে সংগ্রহ করেছি , কথা গুলো আমার কাছে যুক্তিসঙ্গত লেগেছে তাই আমি আপনাদের সাথে পুরো কথা গুলো সুন্দর সাজিয়ে তুলে ধরার চেষ্টা করলাম , আমি আপনাদের সাথে ফেইসবুক লিংক শেয়ার করলাম।
post link source