দেয়াল

in BDCommunity4 years ago

রাফি দুচোখ ডলতে ডলতে কোন রকমে মক্তবের দিকে যায়, হুজুর খুব কড়া একটু দেরি হলেই পিঠের উপর তেল মাখানো বেত চালান করে দে। কচি কচি ছেলেমেয়েদের নরম ত্বক লাল হয়ে যায়। একবার তো এক ছেলের গাথেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। গ্রামের লোকজন খুব ক্ষেপে গিয়েছিল। হুজুর কায়দা করে ছেলেটার বাপ মাকে ম্যানেজ করে ফেললো, হুজুর যেখান দিয়ে মারপ সে জায়গাটা বেহেশতে যায়, এই ধরনের ফতোয়া দিয়ে। যদিও ঐ হুজুর বেশিদিন ঐ এলাকায় থাকতে পারেনি, এক বাচ্চা মেয়েকে বলাৎকার করার অপরাধে তাকে এলাকা ছাড়া করা হয়। আমরা মানবিক হতে পারিনি বলে ধর্ম আমাদের অন্তরে প্রবেশ করেনি। আমাদের বেশিরভাগ মাদ্রাসায়, মক্তবে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, আর ফতোয়া বাজরা তাদের পছন্দ মতো ফতোয়া দিয়ে বেঁচে থাকে সমাজের সর্বস্তরে। ধর্ম, ফতোয়া, এই সবের মাঝে অদৃশ্য দেয়াল তুলে দে তথাকথিত মৌলবাদ।

এইবার আসাযাক আমাদের পরিবারের দিকে, ছোটবেলায়য় আমাদের বলা হয় আব্বু পঁচা আম্মু ভাল বা আম্মু পঁচা আব্বু ভাল। এই ভালোমন্দ খেলায় আমাদের মাঝে তুলে দেয়া হয় অদৃশ্য দেয়াল। আর এই দেয়াল দৃশ্যমান দেয়ালের চেয়েি শক্তিশালী। আমরা বাবারা, আমাদের ছেলেমেয়েরা যখন ভালো কিছু করে তখন আমাদের সন্তান আর যখন গারাম কিছু করে তখন আমরা বাচ্চাদের মায়েদের দিকে ইঙ্গিত করে বলি দেখো তোমার ছেলের বা তোমার মেয়ের কান্ড! কান্ড গুলো বড়ো হতে থাকে অদৃশ্য দেয়াল জুড়ে, আর এইভাবে আমরা আমাদের সন্তানদের সাথে প্রতারণা শুরু করি। এটা ছেলেদের কাজ আর ওটা মেয়েদের কাজ বলে আমরা বাবা-মারা আমাদের সন্তানদের মনে কাজের শ্রেনিবিন্যাসের বীজ বপন করে দি।

বড় হতে হতে আমাদেরকে আরো বাস্তববাদী শিক্ষাদে
"আপনি বাঁচলে বাপের নাম " কিংবা "আমার সন্তান যেন থাকে দুধেভাতে"। বাহ কী চমৎকার শিক্ষা! আমি শুধু আমার সন্তানকে দুধে ভাতে দেখতে চাই! শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা, যে ভাবনা আমাদের সামনে পৃথিবীর দুয়ার কতোটুকু খুলবে, সে প্রশ্নটা অমূলকই বটে। বুদ্ধিমান মানুষ যখন আত্মপক্ষ সমর্থন করে তখন হয়তো যুক্তির অভাব হয়না, কিন্তু সে যুক্তি কতটুকু সত্যি কতোটুকু মানবিক সেটা হলো বিবেচ্য বিষয়।

পড়ালেখা শেষে যখন আমরা বাস্তব জীবনে প্রবেশ করি তখন আমরা শিখি "every relation is transactional" কিংবা "everything is sailable"
আমরাি বুঝে যায় টাকা হলেই চলে, এইভাবে আমাদের চিন্তার স্বাধীনতা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে বলে আমরা মানবিক হতে পারছিনা। অপরদিকে আমরা আগে বলতাম বন্ধু প্রতিম দেশ এখন ডাইমেনশন চেইন্জ হয়ে বলা হয় "strategical partner". আমরা যদি কৌশলগত ভাবেও মানবিক হতে পারি তাহলেও পৃথিবীর মঙ্গল, হয়তো সে মঙ্গল খুঁজতে তিয়ে আমাদের মঙ্গলগ্রহে যেতে হবে না। আমরা নিজেরাই আমাদের মঙ্গল করতে পারবো।

Source Pixabay
img_0.6348986551265138.jpg

Sort:  

Hi @ihfaisal, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON