ইচ্ছে শক্তি

in BDCommunity2 years ago

আমাদের সবার মাঝে একটি বড় শক্তি লুকিয়ে আছে যার নাম হচ্ছে ইচ্ছে শক্তি। আমরা যদি এই ইচ্ছে শক্তিকে সত্যিকার অর্থে জাগ্রত করতে পারি তাহলে আমরা যেকোন সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারবো। পৃথিবীতে যতো সাফল্য অর্জন করা ব্যক্তি রয়েছে তাদের সাফল্যের পিছনে ইচ্ছে শক্তির ভূমিকা সব থেকে বেশি। ইচ্ছে শক্তি ছাড়া আমরা দুনিয়াতে কোন কাজেই সফলতা অর্জন করতে পারি না। একটি কাজ করতে গেলে সেখানে আমাদের ইচ্ছে শক্তি যদি না থাকে তাহলে সেই কাজের আগ্রহ ধীরে ধীরে কমে যাবে এবং শেষে দেখা যাবে আমাদের দ্বারা কাজটা আর হচ্ছে না। এর জন্যে ইচ্ছে শক্তির ভূমিকা অপরিসীম প্রতিটি মানুষের ক্ষেত্রে। এখনও আমাদের সমাজে বা দেশে অনেক মানুষ আছে যারা নিজের ইচ্ছে শক্তিকে ঘুম পাড়িয়ে রেখেছেন। যার ফলে তারা সাফল্য অর্জন করতেও ব্যর্থ হচ্ছে।

আমরা ছোট থেকে পড়ে আসছি একটি ভাবসম্প্রসারণ ''ইচ্ছে থাকলে উপায় হয়'' এই সম্পর্কে আমাদের স্কুলের শিক্ষকরাও পড়িয়ে আসছেন। ইচ্ছে শক্তির মাধম্যেই আমরা সকল কাজের সমাধান খুজে পাই। প্রতিনিয়ত এই কথাটা শুনে আসছি আমরা। তবুও আমরা আমাদের এই ইচ্ছে শক্তিকে জাগ্রত করি না। আমাদের সবার মাঝেই ইচ্ছে শক্তিটা থাকা সত্ত্বেও এর ব্যবহার করি না। আমাদের মাঝে ইচ্ছে শক্তিকে কাজে লাগানোর সঠিক চিন্তাও আমরা করতে পারি না অনেক ক্ষেত্রে। এটাও সত্যি যে আমাদের কাজের মাঝে ইচ্ছে শক্তিকে সব সময় বজায় রাখাও একটি কঠিন কাজ। কারন সব সময় আমাদের জীবন যাত্রা একই রকম থাকে না। যার ফলে দেখা যায় আমরা ইচ্ছে শক্তির মাধম্যে একটা কাজ শুরু করেছি ঠিকই কিন্তু মাঝ পথে গিয়ে আগের মতো শক্তিটা আর নেই। তবে আমরা যদি ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে জীবনের সকল পরিস্থিতি মোকাবিলা করি। তাহলে এমন কোন কাজ নেই যা পারবো না।

যেমন আমরা আমাদের দেশেই দেখতে পাচ্ছি অনেক প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে যারা সাফল্য অর্জন করে দেখিয়েছেন। এমনও আছে হাত নেই পা নেই মুখ দিয়ে লিখে পড়ালেখা চালাচ্ছেন। আবার একদিন পত্রিকায় দেখলাম এক ছেলে চোখে দেখে না কিন্তু সে পরিক্ষা দিয়ে গোল্ডেন প্লাস পেয়েছেন। আমাদের কাছে শুনতে অসম্ভব মনে হলেও সে করে দেখিয়েছেন। সেই ছেলের মা তার পড়া গুলো পড়ে ফোনে রেকর্ড করে রেখেছেন। পরবর্তীতে সেই রেকর্ড শোনে ছেলেটি মুখস্থ করে পরিক্ষা দিয়েছেন। এভাবেই সাফল্য অর্জন করে দেখাচ্ছেন এমনও হাজার ছেলে মেয়ে। এর পেছনে রয়েছে একমাত্র ইচ্ছে শক্তি। যদি এইসব ছেলে মেয়ের ইচ্ছে শক্তি না থাকতো তাহলে এমন সাফল্য কখনই অর্জন করতে পারত না। ইচ্ছে শক্তি আমাদের কে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে যদি আমরা তার ব্যবহার করতে জানি।

ইচ্ছে করলে মানুষ পারে না এমন কিছু নেই। জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও সাফল্য ছিনিয়ে নেয়া সহজ হয়ে যায়। এর জন্যে প্রয়োজন নিজেকে দূর্বল না ভাবা এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বজায় রাখা, ব্যর্থ হওয়ার চিন্তা কে দূরে রেখে ইচ্ছে শক্তিকে কাজে লাগানো। আমাদের ভেতরে লুকিয়ে থাকা অনেক বড় ইচ্ছে শক্তি রয়েছে। সেটা আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। ইচ্ছে থাকলে উপায় হয় এটা আমারা যেনেও ভাবি এটা আমার দ্বারা সম্ভব নয়। এভাবেই আমাদের ভেতরের লুকিয়ে থাকা ইচ্ছে শক্তিকে ধীরে ধীরে মাটিচাপা দিয়ে ফেলি। কিন্তু আমরা যদি আমাদের ইচ্ছে শক্তিকে প্রবল করে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি। তাহলে যে কোন কঠিন কাজের সাফল্য আমরা অর্জন করতে পারবো। তাই আমরা আমাদের ভেতরের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি খারাপ পরিস্থিতিতেও সাফল্য অর্জন করে দেখিয়ে দেই ।

20220907_173609.jpg

Sort:  

ইচ্ছে থাকলে আসলেই সব করা যায়,আজ হোক কাল হোক,তবে তার জন্য নিজে থেকে উদ্যোগ গ্রহণ করা জরুরি,শুধু ইচ্ছে হলো এটা করবো,কিন্তু কোনো উদ্যোগ নিলাম না,তাহলে এই ইচ্ছার কোনো দাম নেই।

ঠিক বলেছো। আমরা অনেক সময় অনেক কিছু করার জন্য ইচ্ছা পোষণ করি কিন্তু সে ইচ্ছা পূরণ করার জন্য কোনো উদ্যোগ নেই না।

আসলেই ইচ্ছে হলো এক ধরণের শক্তি , আর এই ইচ্ছে শক্তির সাথে যদি চেষ্টা যুক্ত হয়ে যায় তাহলে সফলতা খুব বেশী দূরে থাকেনা .....

হ্যা আসলেই। চেষ্টা না করলে কোনো ইচ্ছাই পূরণ করা সম্ভব না।

ইচ্ছা কিংবা স্বপ্ন এই জিনিসের উপর এই সব কিছুই নির্ভর করে,যার ইচ্ছা প্রখর তার কাছে এসে সফলতা ধরা দিবে আজ অথবা কাল কিন্তু দিবে ,

হ্যাঁ। নিজের ইচ্ছা শক্তি না থাকলে, সফলতা কখনো আপনা আপনি আসে না।

Hi @imam-hasan, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON