আজকের দিনটা ছিলো অনেকটাই থমথমে পরিবেশ। সারা দিন মেঘময় আকাশ । বৃষ্টি আসবে আসবে করে আসছে না। আমার এমন দিন অনেক ভালো লাগে। সব কিছু কেমন শান্ত পরিবেশ, নেই কোন ক্লান্তি শরীরে। সবাই সবার কাজ কর্ম আর ব্যস্ত জীবনের প্রশান্তি দিয়ে বাড়ি ফেরার পথে। হঠাৎ আকাশ বেশ কালো মেঘে ছেয়ে গেলো। সূর্যাস্ত এখনও হয় নি, কিন্তু এতো মেঘ করেছে সূর্যের আলোটাও দেখা যাচ্ছে না। এমন পরিবেশে ছাদে উঠে চারপাশের পরিবেশটা উপভোগ করতে কার না ভালো লাগে। আমিও সাথে সাথে ছাদে চলে গেলাম। কিন্তু তখনও বৃষ্টি আসেনি। তারপর ছাদে বসে পরিবেশটা উপভোগ করতে থাকি। আকাশের দিকে তাকিয়ে দেখি ঝাকে ঝাকে পাখি উড়ে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে এমন এক দৃশ্য উপভোগ করা সত্যি অসাধারণ একটা সময়। এর মাঝে মনে পরে যাই ফেলে আসা দিনগুলোর কথা। ছোটবেলার সেই সোনালী দিন এতোটাই সুমধুর ছিলো, সেই দিনগুলো আর এখন ফিরে পাওয়া সম্ভব নয়।
বৈশাখ মাসের শুরুতেই আমরা দেখতে পারি মেঘাচ্ছন্ন দিন, কাল বৈশাখী ঝড়। যখন স্কুলে থাকতাম হঠাৎ করেই পশ্চিম আকাশে কালো মেঘে ছেয়ে যেতো। আকাশ অন্ধকার হয়ে বাতাশ শুরু হয়ে যেতো। আর ঝড়ের সময় তো বিদ্যুৎ থাকবে না এটাই স্বাভাবিক। আমাদের স্কুলে ক্লাস রুম একদম অন্ধকার হয়ে যেতো। স্যার ম্যাডারা তখন ক্লাস না করিয়ে চলে যেতো৷ আমরা তখন সবাই আনন্দে লাফালাফি শুরু করে দিতাম। কে শুনে কার কথা স্যার রা এসে বলেও কাউকে থামাতে পারে নি। আমরা অনেকেই তখন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ঝড়ের সেই ভয়াবহ রূপ দেখতাম। ঝড়েরবেগ এতো যে বাতাসে আশেপাশের গাছপালা গুলো একটা আর একটা গাছের উপর গিয়ে পরছে। মনে হচ্ছে গাছগুলি মাটিতে লুটিয়ে পরছে। আবার দেখা যায় এতো ঝড়ের মাঝেও কিছু লোক রাস্তা দিয়ে ভিজে ভিজে তার গন্তব্যে ছুটছে।
কি সুন্দর এক সময় ছিলো তখন। কেউবা ঝড়ের সেই উত্তাল পরিবেশ উপভোগ করছে। আবার কেউবা ক্লাসের সবার সাথে গল্প করছে আবার অনেকেই চুপচাপ বসে বসে চিন্তা ভাবনা করছে । যে যার মতো করে দিন গুলো পাড়ি দিয়েছি স্কুল জীবনে। আমরা স্কুল থেকে অনেক সময় বৃষ্টি আসছে, মেঘ করছে, দেখেই ক্লাস ফাকি দিয়ে বাড়ি চলে আসছি। তখন যাই করতাম মনে আনন্দ থাকতো। স্কুল জীবন ছাত্র জীবন মানেই সোনালী সময়। মেঘাচ্ছন্ন আকাশ দেখলেই বাড়িতে বাহানা দেয়ার সুযোগ হয়ে যেতো, আজকে বৃষ্টি আসছে স্কুলে যাবো না। এইভাবেই পার করে আসছি স্কুল জীবনে কাটানো বৃষ্টির দিন গুলো।
এভাবেই পেরিয়ে আসছি আমাদের সোনালী অতীত গুলো। যা আর কখনও ফিরে পাবো না। এই সোনালী অতীত গুলো ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো। আমার শরীরে বৃষ্টির দু-এক ফোটা পানি এসে পরেছে। মেঘাচ্ছন্ন আকাশটা থমথমে ভাব হয়ে রয়েছে। হঠাৎ করেই বৃষ্টি এসে পরবে তাই আমি ছাদ থেকে নেমে রুমে চলে আসি। আর রুমে আসতে না আসতেই ঝুম ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেলো। বিকেল টা ছিলো অনেক মনোমুগ্ধকর। মেঘাচ্ছন্ন আকাশ আর মৃদু বাতাস সব মিলিয়ে সুন্দর একটি বিকেল ছিলো।
ছোটবেলার প্রতিটা দিন ই সুন্দর। গ্রীষ্মকাল, বর্ষাকাল, ঈদের দিন- সবই সুন্দর কাটতো। আমিও আজকাল ছোটবেলার বৃষ্টির দিন মিস করি। সবাই মিলে ছাদে বৃষ্টিতে ভেজা, স্কুল থেকে সব ফ্রেন্ডরা ভিজতে ভিজতে বাড়ি ফেরা। 🙁
ছোটোবেলার দিন গুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। তখন লাইফটাকে যেভাবে উপভোগ করা হয়েছে এখন আর সেইভাবে উপভোগ করতে পারি না। চাইলেও হয় না। 🙁