bdc shorts এর week #11 এর টপিক টা অনেক মজার একটা টপিক। এটা একটা গেমের মত বলা যায়। এখানে আমি এমন কিছু জিনিস বর্ণনা করবো যেটা আমি কখনো করি নি এবং করার চেষ্টাও করি নি। এবং এর মধ্যে কিছু সত্য মিথ্যার মিছরণ থাকবে।
কখনো সাঁতার কাটা শেখা হয়নি। ছোটবেলাতে সাঁতার কাটা শেখানোর মত কেউ ছিল না। আর পুকুরে নামতে চাইলেও বাড়ি থেকে কখনো পানিতে নামতে দিত না। যদি পানিতে ডুবে যাই! আবার আমার নানা বাড়ীতে গেলে আমার সমবয়সী কাজিনদের সাথে গোসল করার জন্য যদি পুকুরে নামতে চাইতাম সেটাতেও অনুমতি দিত না। তখন অনেক খারাপ লাগতো। সবাই মিলে একসাথে গোসল করতে যেত। কত আনন্দ করতো সবাই। পুকুরে বল নিয়ে যেত বল দিয়ে পানিতে সবাই খেলাধুলা করতো। কিন্তু আমার যাওয়া হতো না। সবাই মজা করতো আর পাড়ে বসে সবার মজা করা দেখা লাগতো আমার। আমার খুব কষ্ট লাগতো তখন। আবার একটু বড় হওয়ার পর পড়াশোনার জন্য শহরে থাকতে হয়। যার জন্য আর কখনো এই সাঁতার শেখাটা হলো না। তাই এখন কোথাও নৌকায় ঘুরতে গেলে পানি দেখে মনে মনে একটু ভয়ই লাগে কারন আমিতো সাঁতার জানি না।
কখনো বাইক চালানো শেখা হলো না। এর অন্যতম কারণ আমার বাড়িতে কোনো মোটরসাইকেল ছিল না। ছোটবেলা থেকে বাড়ি থেকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হতো। আর বাড়ি থেকে কখনো বাইক কিনে দেয়ার জন্য রাজি না। রাজি না হওয়ার কারণ ছিল, বাপ মা সব সময় আমাদের নিরাপত্তার কথা ভাবে। রাস্তা ঘাটে কত শত বাইক অ্যাকসিডেন্ট হয়, আল্লাহ না করুক বাইক কিনে দিল যদি কোনো অঘটন ঘটে যায়। তাই বাড়ি থেকে কখনো বাইক কেনার অনুমতি পাই নি। তবে আমার বাইক চালানোর অনেক ইচ্ছা আছে। এবং ভবিষ্যতে বাইক কেনারও অনেক ইচ্ছা আছে।
কখনো প্যারাসেইলিং করা হলো না। বাংলাদেশে কক্সবাজারে অনেক দিন হলো প্যারাসেইলিং চালু হয়েছে। প্রথমবার যখন কক্সবাজার প্যারাসেইলিং চালু করা হলো তখন থেকেই ইচ্ছা ছিল কক্সবাজার গেলে প্যারাসেইলিং করবো। কয়েকবার করে কক্সবাজার ঘুরে আসলাম কিন্তু একটাবার ও প্যারাসেইলিং করা হলো না। আবার আমার কখনো প্লেনে চরা হলো না। প্লেনে চড়ে প্লেন থেকে পৃথিবীটা দেখার অনেক ইচ্ছা। প্লেনে চড়ে মেঘের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে, খুব কাছে থেকে মেঘ দেখবো। কিন্তু সেটা কখনো হয়ে ওঠে নি।
কখনো স্কুল পালানো হলো না। স্কুল জীবনে প্রায় সবারই একটা কমন অভিজ্ঞতা থাকে সেটা হলো স্কুল পালানো। কিন্তু আমার কখনো এই অভিজ্ঞতা টা হলো না। স্কুল জীবনে স্যারদের অনেক ভয় পেতাম। আর আমার যে কোনো চুরির কাজ করতে অনেক ভয় লাগে। যদি পালাতে যে কোনো ভাবে ধরা খেতাম তাহলে তো জীবন শেষ। পরের দিন একটা মারও মাটিতে পড়বে না। আর এইটা যদি বাড়িতে জানতে পারে তাইলে তো খবর আছে। এই ভয়ে কখনো স্কুল পালাতে পারিনি।
সাঁতার না কাটা আর স্কুল না পালানোর বেপারটা যে সত্য সেটা বুঝা যাচ্ছে, কারণ এই বেপারটায় আমার অভিজ্ঞতাও একি রকম।
তবে বাইক চালানো না শিখা বেপারটা হয়তো মিথ্যা মনে হচ্ছে।
Hehe 😁