আনাতোলিয়ার গল্প

in BDCommunity3 years ago (edited)


Source

প্রদীপের আলো আঁধারিতে মুখতার-এর অপ্সরীর মতো মেয়েকে দেখে অপ্রস্তুত হবার অনেক আগেই গল্পটা সে ডাক্তারকে বলেছিলো৷ যখন তারা আনাতোলিয়ার টিলা পথে পুঁতে রাখা মৃতদেহ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আর অপরাধী দুজন তাদের বারবার বোকা বানিয়ে যাচ্ছিল ভুল পথের হদিশ দিয়ে দিয়ে ঠিক ওরকম মুহুর্তে যে কেউই দিশাহারা হয়ে যেত কেননা সে রাতে পূর্ণিমা ছিলোনা, ওরকম রাতগুলোতে কখনোই জ্যোৎস্না নামবেনা সে কথা সকলের জানা সত্ত্বেও পুলিশটি ঠিক যে মুহুর্তে মারধর শুরু করলো অপরাধিদের একজনকে, ওই সময়টির পূর্বে খানিক ফুরসৎ পেয়ে গল্পটা বলতে শুরু করেছিলো সে ডাক্তারকে৷

আমরা ধরেই নিই, যে মানুষটা আত্মহত্যা করলো সে মূলত নিজ জীবনযন্ত্রণা থেকে মুক্তি পাবার লোভেই নিজেকে শেষ করে দেয়৷ অথচ প্রতিটি আত্নহত্যাই মূলত অন্যকে শাস্তি দেয়া, সে জীবনের সাথে যারা জড়িত, অতীতে ও বর্তমানে, সীমাহীন সেই জীবনযন্ত্রণার ভার বহুগুণ বাড়িয়ে তাদের ঘাড়ে তুলে দিয়ে পালিয়ে যাওয়া৷

সকলে অবাক হয়ে গিয়েছিলো শুনে-যে তারিখে সে মারা যাবে বলতো তার গর্ভকালীন সময়ে, সে মারা গিয়েছিলো ঠিক সে দিনটিতেই, সদ্য জন্ম নেয়া শিশু সন্তানকে শুধু একটিবার দেখে নিয়ে সকলের সামনেই সে অকস্মাৎ মারা গিয়েছিলো৷ অথচ লোকে এতোদিন জানতো -অপরূপা ও শিক্ষিত যে মহিলাকে কেন্দ্র করে গল্পটা গড়ে উঠে-সে তার স্বামীকে পরনারীর সাথে দেখে ফেলবার পরেও ক্ষমা করে দিয়েছিলো, কেননা মদ্যপ পুরুষ মাত্রেই যে চরিত্রহীন সে কথা নারীরা জন্মের পর থেকেই জেনে যায়৷

২০১১ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্র‍্যান্ড প্রিক্স বিজয়ী ফিল্ম Once Upon a Time In Anatolia. Nuri Bilge Ceylan তার পরবর্তী ফিল্ম Winter Sleep এর জন্য ২০১৪ সালে পাম দ'র জিতেছিলেন৷

Sort:  

আমি নুরি বিলগের খুব বেশী সিনেমা না দেখলেও এটা দেখা হয়েছিলো। জীবনভর মনে রাখার মত এক্সপেরিয়েন্স। ওর সবচেয়ে পছন্দের সিনেমা কোনটা আপনার?

আমি এই ফেব্রুয়ারিতে Kasaba দেখে ওর ফিল্মোগ্রাফি শেষ করলাম৷ Uzak ও Three Monkeys রিওয়াচ দেবার ইচ্ছে আছে৷ সবচেয়ে পছন্দের ফিল্ম এটাই৷ Clouds of May ও খুব পছন্দের৷