15 August

in BDCommunity4 years ago

চাদরের ছায়ায় শীতল মানব যেখানে ঠাঁই পাই!-
বন্ধুর ছাতা নেই বৃষ্টিতে ভিজে,
মুজিবের চোখে বাঁধেনাই?
ড্রাইভারের পাতে গোশ ভাত দিয়ে;
সামনে দাড়িয়ে পান্তা খাই।
সে জন কেমনে মরে
বাংলার মাটি ছেড়ে হায়!
মুজিব ছাড়া অন্য কেহ এ বাংলা গড়েনাই।

ভাষাবিদ বাংলার উন্মোতলে কতো নেতাই তো আসে যায়!
বুক ভরা মনোভাব আর কোটি কোটি আকোতি নিয়ে কতোজনই বা কথা কয়?
তাই বলে কি সবাই ই মুজিব হয়!

এ মুজিব তোমার উর্দু হাতিয়ার চুপচাপ থেকে দেখেনাই।
সামনে দাড়িয়ে দিয়েছে জবাব
কারাগারে যেয়েও শান্ত নই।

মুজিব নিয়ে কিছু লেখার নাই, কারণ মুজিব মরেনাই।
ছেলেদের ভিতরে মুজিবী রক্ত
শির দাড়া আজ ঠিক নাই।
মুজিব মরেনাই।

বিনম্র শ্রদ্ধা

img_0.22440376514739108.jpg

img_0.023322982882357585.jpg
Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman