You are viewing a single comment's thread from:

RE: আমি তাদেরই দলের

in BDCommunity6 months ago

"সমাজ গোল্লায় যাক " - এই কথাটা বলতে বা ভাবতে হলে যেই শক্তি লাগে তাই আজকাল যুবক সমাজের নেই , যাদের এই সহজ স্বীকারক্তির শক্তি আছে তাদের মানুষ নেই ....

জীবনের এসব দিককে অতিক্রম করে সামনে এগোতে হয়, তবে তারপরো একাকী পথচলা যায় না, মানবজীবনের ধর্মও তা নয়। বরং সঠিক ব্যাক্তির সান্নিধ্য পেয়ে, নিজের শেকড় ধরে তারপর পথ চলতে হয়। তবে, আক্ষেপ এ জায়গায়, এখনো সমাজ থেকে আত্নহত্যার বাতিক উঠানে যায় নি, বরং তা বেড়েই চলেছে।

আপনার সাথে একদম একমত আমি , আসলেই কেউ বেঁচে থাকতে পারেনা , তবে ভুল সঙ্গে থেকেও কেউ সুন্দর ভাবে বেঁচে থাকতে পারেনা....

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , thanks for reaching 🌸

Sort:  

তবে ভুল সঙ্গে থেকেও কেউ সুন্দর ভাবে বেঁচে থাকতে পারেনা....

এখন প্রশ্ন হলো,সঙ্গ ভুল নির্বাচন করার কারনে যা হয়। আমি মনে করি,একটা মানুষের জীবনে কাছের মানুষজন বড় ভূমিকা রাখে, প্রভাব ফেলে। সবশেষে নিজের ভাগ্য গড়ার ক্ষেত্রে নিজের পছন্দ আর সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে দা্ঁড়ায়।

আপনি পারবেন সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে, দোয়া রইলো।
তবে পরিবার আর শেকড় গুরুত্বপূর্ণ এ জায়গায়। অনেককেই প্রায়শ দেখি এ বিষয়টি ভুলে গিয়ে ব্যাক্তিস্বাধীনতায় ডুবে গিয়ে জীবনের সুন্দর দিকগুলো বিসর্জন দিতে।

আপনাকেও ধন্যবাদ, 💖