ঝাল ঝাল চিংড়ি ভুনা

in BDCommunity3 years ago (edited)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা মোটামুটি সবাই চিংড়ি মাছ খায় এবং চিংড়িমাছ পছন্দ করি। আমাদের দক্ষিণবঙ্গের এটি খুব জনপ্রিয় একটি খাবার। তরকারি রান্না হিসেবে কিংবা ভুনা হিসেবে এটির স্বাদ অতুলনীয়। আজকে আমি দেখাবো আমার পছন্দের খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে কিভাবে চিংড়ি মাছের ভুনা করবেন.....

IMG_20210510_090644.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • চিংড়ি মাছ
  • তেল
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • কাঁচা মরিচ
  • পেঁয়াজ
  • রসুন
  • লবন

IMG_20210509_182228.jpg

প্রস্তুত প্রণালীঃ


প্রথমে মাছগুলোকে ভাল করে ধুয়ে করে কেটে নেব।
এরপর এতে হলুদ মরিচ এবং লবন দিয়ে মাখিয়ে রাখবো।

IMG_20210509_162820.jpg

চুলে কড়াই দিয়ে, এতে পরিমাণমতো তেল দেই।
তেল গরম হয়ে আসলে, এতে মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে দিবো।
মাছগুলি ভালো করে ভেজে নিয়ে বাটিতে তুলে রাখবো।

IMG_20210509_162940.jpg

IMG_20210509_163320.jpg

IMG_20210509_182216.jpg

এখন একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেয়াজ, রসুন আর কাচা মরিচ কুচি দিবো। এগুলি ভালো করে ভেজে নেবো কিন্তু খেয়াল রাখবো পুড়ে না যায় যেন।

IMG_20210509_182311.jpg

এরপর এতে হলুদ ও মরিচ গুড়া দিবো।
নেড়ে মিশিয়ে নিবো

IMG_20210509_182449.jpg

IMG_20210509_182455.jpg

এরপর এতে পরিমাণমতো অল্প কিছু পানি দিবো। পানি ফুটে আসলে এতে ভাজা মাছগুলি দিয়ে দিবো।

IMG_20210509_182840.jpg

পানি শুকিয়ে আসলে নামিয়ে নিবো,, খেয়াল রাখব যেন পানি একবারে শুকিয়ে না যায়, মাখা মাখা রাখবো, খেতে টেস্টি লাগবে।

IMG_20210510_090641.jpg

সবাই অবশ্যই ট্রাই করে দেখেবেন। মনে রেখবেন এই রান্নাটায় যতো বেশি পেয়াজ দিবেন ততো বেশি মজা লাগবে।।
ধন্যবাদ....