Introduction Khipro Dreams Android Game || 07 March, 2021 ||

in BDCommunity5 years ago

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি কার রেসিং এন্ড্রয়েড গেম শেয়ার করব। গেমটির বিশেষত্ব হল এটি বাংলাদেশের ডেভলপার দ্বারা তৈরী প্রথম কার রেসিং গেম। তাই যাদের পছন্দ রেসিংগেম তারা এটি ডাউনলোড করে খেলতে পারেন। যেহেতু এটি বাংলাদেশের ডেভেলপার দের তৈরী তাই গেমটি যেমনই হোক না কেন আমাদের তাদের ধন্যবাদ জানানো উচিৎ। কে জানে তারা একদিন Asphalt এর মত গেম তৈরী করে ফেলতেও পারে।

এই কনটেন্ট এ আমি আমার গেমটির এক্সপেরিয়ান্স আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই গেমটির নাম বলে লিংকটি আপনাদের সাথে শেয়ার করি।

গেমটির নাম ও ডাইনলোড লিংক:
Khipro Dreams (Early Access)
Play Store Download Link



1.jpg

গুগল প্লে থেকে ডাউনলোড করুন



2.jpg

সেটিং থেকে নাম ও গ্রাফিক্স পছন্দ করুন



4.jpg

গ্রাফিক্স আপনার ফোন হিসেবে বাছাই করুন



5.jpg

আমার গেমপ্লে ভিডিও



6.jpg

রেসিং করে প্রথম হলাম



এবারে আমার কিছু মতামত তুলে ধরছি:

  • গেমটিকে কখনই Asphalt, NFS এই টাইপের গেমের সাথে তুলনা করবেন না। কারণ এটি এখনো ঐগুলার সমতুল্য হতে পারেনি। এটি আমাদের বাংলাদেশী ভাইদের ডেভলপ করা তাই তাদের সাদুবাদ জানাতে পারেন।
  • গ্রাফিক্স তেমন ভালো না। আপনার নাও পছন্দ হতে পারে।
  • অনেক গ্লিচ করে। গাড়ি মাঝে মাঝে পোর্টে রাখা বড় বড় কার্গো কনটেইনার এর মধ্যে ঢুকে যায়।


পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@masumrbd