আপনার শৈশবের বর্ণনা দেখে নিজের শৈশব মনে পড়ে গেল । দারুন ভাবে উপস্থাপন করেছেন । দিন যত যাচ্ছে তত আধুনিক হচ্ছে আজকালকার শিশুরা খেলার মাঠ বাদ দিয়ে প্রযুক্তির উপরে ঝুকে পড়ছে। শুধু একটা শিশুদের কিংবা যুগের আধুনিক বলে লাভ নেই , কারণ মাঠের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে । আমরা শৈশব কিভাবে কাটিয়েছি , এখনকার শিশুরা তার কিছুই পায় না , আরো কিছুদিন পরে হয়তো বা তাদের শৈশব অন্যভাবে তারা বিবরণ দিবে । তবে হ্যাঁ এটা ঠিক শৈশব হতে হবে দুর্দান্ত ।
You are viewing a single comment's thread from: