ফুটবল খেলার ভালোবাসার জনপ্রিয়তা

in BDCommunity4 years ago

খেলতে আমাদের সকলেরই খুব ভালো লাগে।পছন্দের খেলার প্রতি গভীর ভালোবাসা থাকে আমাদের।তবে আমাদের সকলের পছন্দ এক না,কারো ক্রিকেট ভালো লাগে কারো ফুটবল।আজকের বিষয় আমার প্রিয় খেলা ফুটবল কে নিয়ে।

ফুটবল পৃথিবীতে একটি জনপ্রিয় খেলা। ফুটবল কে একটি দলগত খেলা ও বলা হয়। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়, যার প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। এ খেলায় একজন রেফারিও থাকে খেলার নিয়ন্ত্রণ করার জন্য। একবিংশ শতকে এসে ফুটবল খেলা দুই শতাধিক দেশের ২৫০ মিলিয়নেরও অধিক খেলোয়াড় খেলে থাকেন। এরফলে ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।20200716_180631 1.jpg

ঘরোয়া পরিবেশে ফুটবল খেলার জনপ্রিয়তা

পৃথিবীর সব দেশে ঘরোয়া ফুটবল খেলা হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশে গ্রাম গঞ্জে খেলাটি জনপ্রিয়। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ফুটবল খেলা গ্রামগঞ্জে প্রতিযোগিতামূলক খেলা হিসেবে ধরা হয়ে থাকে। গ্রামগঞ্জে বিশেষ মাঠ না থাকায় বর্ষার পর পরই অথবা বর্ষা আসার আগেই খেলাটি জমে ওঠে। বিশেষ করে আবাদি জমি-জমার মধ্যে ফুটবল খেলা খুব জনপ্রিয়তার সাথে হয়ে থাকে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে খেলাটি মন থেকেও করে এবং খেলে। আমি নিজেও ছোটকালে এই খেলাটি প্রচুর পরিমাণে খেলেছি। গ্রামের এই পাড়া ওই পাড়া মিলে দুটি দল গঠন করে পাড়ায় পাড়ায় দলবেঁধে কোন এক আবাদি জমিতে গিয়ে খেলতে নেমেছে। বলে পা লাগাতে পারি আর না পারি বলের পিছনে পিছনে পুরো দল ছুটতাম। আর বলতাম এই বল আমাকে দে আমাকে দে কিন্তু বলার হদিস পেতাম না। পাপ্পু অনেক মজা পেতাম এই বল খেলে।20200716_180610 1.jpg

#পৃথিবীর ঘরোয়া লীগ প্রতিযোগিতা

প্রত্যেক দেশের নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন করে। সাধারণত এতে বেশ কয়েকটি বিভাগ থাকে এবং দলগুলো পুরো মৌসুম জুড়ে খেলার ফলাফলের উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন করে থাকে। দলগুলোকে একটি তালিকায় তাদের অর্জিত পয়েন্টের ক্রমানুসারে সাজানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, দলগুলো প্রতি মৌসুমে তার লীগের অন্য সকল দলের সাথে ঘরের মাঠে এবং প্রতিদ্বন্দ্বীদের মাঠে ম্যাচ খেলে। এরপর মৌসুমের শেষে শীর্ষ দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শীর্ষ কয়েকটি দল এমনকি উপরের বিভাগে খেলার সুযোগও পেতে পারে। অনুরূপভাবে, একেবারে পয়েন্ট তালিকার নিচে মৌসুম শেষ করা কয়েকটি দল নিচের বিভাগে অবনমিত হয়। শীর্ষ এক বা একাধিক দল পরবর্তী মৌসুমে আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগও পেতে পারে। এই নিয়মের প্রধান ব্যতিক্রম দেখা যায় লাতিন আমেরিকার কয়েকটি লীগে। বেশিরভাগ দেশেই লীগ ব্যবস্থার সাথে এক বা একাধিক "কাপ" প্রতিযোগিতা যুক্ত থাকে।

#ফুটবল খেলার উপকারিতা

ফুটবল খেলা হলো একটি জনপ্রিয় ক্রিয়া। এই খেলা যেমন মনকে আনন্দ দেয় তেমনি দৈহিক দিক থেকেও এর অনেক উপযোগিতা আছে। ফুটবল খেলার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। 1 ঘন্টা এই খেলা করলে প্রায় 600 ক্যালোরি শক্তি ক্ষয় হয়।

নিয়মিত এই খেলা অভ্যাস করলে হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা এবং ব্লাড প্রেসারের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। মানসিক দিক থেকেও এই খেলার প্রয়োজনীয়তা আছে। এই খেলার ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় এবং ডিপ্রেশন দূর হয়।

ফুটবল খেলা হল বিশ্বের কোটি কোটি মানুষের মনে আনন্দ দেওয়ার এক উৎস। এই খেলার মধ্যে আছে হার-জিত, আনন্দ-বেদনা। এই খেলার সময় খেলোয়াড়দের মধ্যে থাকে নিজের দেশের বা দলের মর্যাদা বৃদ্ধির সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চরম আকাঙ্ক্ষা।

Sort:  

Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered fraud and violate the intellectual property rights of the original creator.

Fraud is discouraged by the community and may result in the account being Blacklisted.

If you believe this comment is in error, please contact us in #appeals in Discord.