Describe Your Best Adda Ever:[ স্মরণীয় মূহুর্ত]

in BDCommunity4 years ago

সময়টা খুব দ্রুতই চলে যায়। কিন্তু রেখে যায় কিছু বিশেষ মুহূর্ত। সেই মুহূর্ত গুলোকে আকড়ে ধরেই বেঁচে থাকতে হয়।

আমি যখন @Bdcommunity এবারের কনটেস্ট এর টপিক দেখলাম তখন বেশ ভালই লাগলো। যখনই বন্ধুদের সাথে আড্ডা দিতাম মা হয়তো সেটা পছন্দ করতো না তাই সব সময়ই একটা মিথ্যে কথাই বলে দিতাম ''আমি বই পড়ছি এখন''।ছোট বেলায় কখনও আড্ডা দিয়েছে বলে মনে হয় না। তবে ইউনিভার্সিটি তে ক্লাস ফাকি দিয়ে আড্ডা দেওয়ার ইতিহাস আছে। আড্ডার কথাটি শুনলেই মনে হতো সবায় হয়তো ডায়না চত্বর, টি.এস.সিতে আছে। এখন হয়তো এই জায়গায় কেউ আড্ডা দিতে পারছে না অবশ্য ক্যাম্পাস খুললেই সব আগের মতো হয়ে যাবে। সব আড্ডায় আমার কাছে স্মরণীয়।

389a36da-3d0f-454c-9eb2-33c79d8206de-friendly-1793587_1920.jpg
source

আমার মনে আছে সেমিস্টার ফাইনাল চলছিলো তখন আমি কারো সাথে কথা বলতাম না। সারাদিন বই নিয়ে থাকতাম। ২ দিন পরেই পরিক্ষা আর এদিকে ম্যাথ কিছু বুঝতেছিলাম না। বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে দেখলাম শাওন রুমে নেই। একটু পর গানের সুর শুনতে পেলাম। আর ভাবলাম সবাই হয়তো তমা আপুর রুমে আড্ডা দিচ্ছে। আমিও ধীরে ধীরে তমা আপুর রুমে গেলাম। দরজা খুলেই বলতে শুরু করলাম আমাকে ছেড়েই আপনারা আড্ডা দিতে পারলেন?

তারপর সবাই একসাথে বসে গান শুনছিলাম। তমা আপু অনেক ভাল গিটার বাজাতে পারে আর গানও গাইতে পারে। হঠাৎ করে তমা আপু গান বন্ধ করে ভুতের কথা বলা শুরু করলো, হলে নাকি ভুত আছে অনেকেই এর আগে ভুত দেখছে। সত্যি বলতে তমা আপু আমাদের ভয় দেখাচ্ছিল। আমিও বললাম হলে ভুত আমিও দেখছি। এদেকি আমি পরিক্ষার কথা ভুলেই গেছিলাম শাওন বার বার বলছিল তুই রুমে যা পরশু দিন তোর পরিক্ষা। আমি বললাম পরিক্ষায় কি হবে হোক এখন সবাই মিলে আড্ডা দেই। তারপর ট্রু ডেয়ার গেম খেললাম।তখনই হঠাৎ কেন জানি, ডিপার্টমেন্টের স্যারদের নিয়ে সবাই গালাগালি করছিলাম। সেই রাতে আর বিদ্যুৎ আসে নি। এদিকে ভুতের ভয়ে আড্ডা শেষে তমা আপুর রুমেই ঘুমালাম।

আর এটাই এখন পর্যন্ত আমার জীবনে বেষ্ট আড্ডা ছিল।

তমা আপুর সাথে পরিচয় আমার ১ম বর্ষ থেকেই তবে তখন তমা আপুকে অনেক ভয় পেতাম কিন্তু এখন আপুর সাথে ভাল সম্পর্কেই হয়েছে। প্রায় ৩মাসের বেশী হয়েছে এই প্রিয় মানুষদের সাথে দেখা হয়নি। তবে মাঝেমধ্যে ফেসবুকে কথা হয়।

কিন্তু এখন আর কেউ বলে না চল আড্ডা দেই।সবার মাঝেই ক্লান্তির ছায়া পড়ে গেছে। আনন্দ মনে হয় আমাদের থেকে পিছু টান দিয়েছে।
তবে এখনো আমার সেই রাতের আড্ডার কথা মনে পড়লে খুব হাসি পায়। খুব দ্রুত হয়তো সেই ৫০৯ রুমে আবার আড্ডার আসর বসবে। এতো দিনের জমানো কথা গুলো বলবো সেখানে।

Sort:  

Congratulations @niha! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 500 upvotes. Your next target is to reach 600 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support the HiveBuzz project. Vote for our proposal!

Addbazi is a passion, very few people have that. Thanks for participating in the contest, and best of luck for the contest.

Thanks....

Hi @niha, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Well done! I like it, you should expand these a little more :)

Thanks for giving me suggestions. Next time I will keep these things in mind while writing.

This post earned a total payout of 7.848$ and 3.924$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.