চাঁদ মামা, " আঙ্খির ভেতর পঙ্খির বাসা
শালে দেখলাম জল " এই লাইনটা বেশি জোস।তবে লাইনটার মানেটা ঠিক বুঝলাম না!
আর গল্পটা মানুষের জীবনের সাথে অনেকটাই মিলে যায় অল্প কিছু অংশ ছাড়া।সবার জীবনেই মনে হয় এমন দাদু,নানু থাকে যারা এভাবে গল্পের পর গল্প বলে যায় আর স্রোতারা শুনতেই থাকে।দুঃখের বিষয় আমার দাদু আর বেঁচে নেই।তবে রাজকন্যার সাথে চাষার ব্যাপারটা খুব মজার হয়েছে কিন্তু।
লেখাটি আপনার ভাল লেগেছে জেনে বেশ লাগল। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
তবে অমন প্রিয় মানুষদের কাছ থেকে গল্পের মজার সাথে সাথে জীবন সম্পর্কে আনেক মুল্যবাণ উপদেশও পাওয়া যায়। আর,
এগুলোই আমাদের সামনের জীবন চলার পাথেয়।
শুভেচ্ছা!