কামার শিল্প
লোহা থেকে কুড়াল, কাঁচি, বানান ।
মানুষ হাজার হাজার বছর ধরে এই পেশার সাথে লেগে আছে। কামারের কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। এরা লোহাকে আগুনে পুড়ে বিভিন্ন আকারে নিতে পারে। এক টুকরো লোহা কে আগুনে পুড়ে সেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিভিন্ন আকারে নিয়ে আসে। এরা লোহার তৈরি দা,কুরাল, ইত্যাদি বানায়।
আমাদের সমাজে এটি একটি ছোট শিল্প কিন্তু সমাজে এদের অবদান অনেক বেশি। কৃষিতে এদের অবদান অনেক বেশি । আধুনিক সব্যতা আসার আগে এদের তৈরি দা, কুড়াল, কাঁচি,লাঙ্গলের ফাল,নিড়ানি ইত্যাদি দিয়েই কৃষি কাজ চলতো।
আজ আধুনিক সব্যতা আসার কারণে কামার অবহেলিত,এদের শিল্প দিন দিন ছোট হয়ে আসছ। এদের অবহেলা করা ঠিক না। আধুনিক সব্যতা এদের হাত ধরেই এসেছে। হাজার হাজার বছরের পুরনো এই শিল্প টিকে রাখতে হলে এই কামার দের যথা যথো মুল্যয়ন করতে হবে।
বিস্তারিত লিখেন।
এখন বিস্তারিত দেয়া হয়েছে।
কেমন লেগেছে, দেখে জানাবেন আমাকে,
ধন্যবাদ আপনাকে।