You are viewing a single comment's thread from:

RE: জীবন একটা নৌকা বাঁধা ঘাট

in BDCommunity5 years ago

নদীর অন্যপাড়ে কি আছে.. আমরা জানি না। হয়তো কিছুই নেই.. শুধু শূন্য মাঠ, ধু ধূ বালি.. অথবা হয়তো সবই আছে।

আমি পরের দলের বিশ্বাসী। মানে হচ্ছে, অন্য পাড়ে অবশ্যই কিছু আছে। সেই 'কিছু' ভাল হবে না খারাপ হবে তা নির্ভর করছে এপারে আমরা কিভাবে আমাদের লাইফ লিড করছি তার উপর। অন্য কারো ফিলোসফি ভিন্ন কিছু হতেই পারে।

তবে যে ফিলোসফিরই হোক না কেন, একথাটা শতভাগ সত্যঃ

আমরা ভুলে যাই যে- আমরা একটা ঘাটের পাশে আছি.. যেকোনো সময় আমাদেরকে অন্যপারে চলে যেতে হবে

ধন্যবাদ জীবনমুখী লেখার জন্যে।