কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালই আছেন। আজ আমি একটু অসুস্থ অনুভব করছি। গতকাল আমি আমার অফিস শেষ করে ঈদ এর ছুটিতে বাসায় এসাছি নিজের মোটর সাইকেল চালিয়ে।
আমি ছবি গুলো আমি আমার ফোন Redmi Note 7 দিয়ে তুলছি এখানে আমার মোটরসাইকেল ও গাড়ির লাইসেন্স নম্বর উল্লেখ করলাম বাসায় আসার পর একটু খারাপ লাগলেও নেট এ বসে আমার পুরোনো পোস্ট টি এডিট করি। তারপর সবার সঙ্গে একটু কথা বলে অসুস্থ অনুভব করার জন্য শুয়ে পড়ি তখন ঘুম না আসায় শুয়ে শুয়ে অনেক কথা ভাবতেসিলাম. এক পর্যায়ে একটি কবিতা মাথায় আসে সেটা হলোঃ
শখ
শখ মানে বুঝলেন, শখ মানে Hobby.
শখ করে অনেকে হয়ে যায় কবি।
শখ করে অনেকে কাধে নেয় ঝলা,
যেহেতু শখের দাম আশি টাকা তোলা।
শখ করে অনাকে রাখে দারি চুল,
যেমনটি রেখেছিলো কাজী নজরুল।
মেয়েদের হল various শখ,
আঙ্গুলে পুষে রাখে বড় বড় নখ
আমারতো শখ ছিলো হয়নি যা পাওয়া
প্রেমিকের হাত ধরে পার্কে যাওয়া।।
আমি কোনো দিন কবিতা লিখি নাই গল্প লিখি নাই এতদিন শুধু মনে মনে কল্পনা করতাম কিন্তু যেদিন থেকে Hive এ join করি সেদিন থেকে লিখব বলে ভাবেছি, তাই আজকে আমার ছোট্ট একটি কবিতা দিয়ে শুরু করলাম। জানিনা কেমন হয়েছে আপনাদের কাছে?
এখন আপনাদের উদ্দেশে কিছু কথা বলতে চাই,
আজকে আমি বাংলাদেশ এর সময় ১০ টের দিকে উঠেছি। উঠে আমার ফোন Redmi Note 7 নিয়ে যখন বসি দেখি যে Discord এ আমাকে এস এম এস করেছে।তখন আমার ল্যাপটপ নিয়ে এ বসি
ছবি গুলো সব আমার মুঠো ফোন Redmi Note 7 দিয়ে তোলা
Hive ওপেন করে ভালো ভাবে এস এম এস গুলো পড়ি গুগল এ ট্রান্সলেট ব্যাবহার করে
আমি দুই জন কেই অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে সময় দেয়ার জন্য। Wes Philbin#5391 and ZayedSakib#6969 আমি ইংলিশ পড়তে জানলেও তেমন বলতে পারি না তাই গুগল ট্রান্সলেট ব্যাবহার করি। আমি গুগল ট্রান্সলেট ব্যাবহার করে যেটা জানতে পারলাম যে একজন আমাকে সহযোগিতা করতে চাইছে @Pronom Sarkar we are at The Terminal to help. But we can't help, if you don't ask..আর একজন আমাকে সন্দেহের চখে দেখছে Loki — Today at 8:24 AM
Hey Wes:) hows it going man! So this guy here has been onboarded to hive by someone who we dont trust much! So we were just verifying that:) if the guy who onboarded Pronom here doesnt tell him how hives rules, policies, tokenomics and mechanism works, we will try to teach him as much as we can.. and then if we dont do a good enough job, we will direct him to you guys:) The most selfless helping hands in hive:) thank you:)। আমি জানিনা আমার অপরাধ কথায়? আমি আমার প্রথম Introduce myself Post টিতে আমার বন্ধুকে @salimnil9 উল্লেখ করতে ভুলে গেছি্লাম। আর আমি এটাও জানতাম না যে এখানে লেখা লিখি করতে হইলে আমি যা কিছু ব্যাবহার করবো বা যা কিছু উল্লেখ করবো তার সব কিছুই তুলে ধরতে হবে।এভাবে নিজের সব তথ্য অন্যের সামনে তুলে ধরলে আমি কতোটা নিরাপদ থাকব আমরা গোপনীয়তা নিয়ে সেটাও জানি না। পরে আমি সেটা নিয়ম পরে আর এই ওয়েবসাইটে টি ঘেটে কিছু কিছু জানতে পারি। তাই আমি সিদ্ধান্ত নেই যে এখন থেকে যেটাই লেখবো বা উল্লেখ করবো সেটাই আমি তুলে ধরবো. আর যে আমি কারো কোনো কিছু ব্যাবহার করলে অবশই তুলে ধরবো। তবে আমার গোপনীয়তা বজায় রেখে।আমি মুলত আমার বন্ধুর কথা শুনে এখানে এসেছিলাম। আমি কোনো দিক দিয়েই পারফেক্ট নোই। কিন্তু সবারই তো আসা থাকে কিছু করে দেখানোর আর আমি যখন আমার বন্ধুর কাছে Hive সম্পর্কে জানতে পারি তখন এখানে আসার আগ্রহ প্রকাশ করি. আমি তো আগে সব রুলস সম্পর্কে জানতাম না তাই আমার বন্ধুকে @salimnil9 উল্লেখ করতে ভুলে গেছিলাম। এটাই কি আমার বড় অপরাধ যে আমাকে সন্দেহের চখে দেখা হচ্ছে?
আমার কথা গুলকে জানিনা আপনারা কিভাবে নিবেন? যদি আমার কথা গুলো আপনাদেরকে কষ্ট দেয় তো আমাকে ক্ষমা করে দিবেন। আর আমাকে এটাও বলে দিবেন যে আমি এখানে আমার মনের কথা শেয়ার করতে পারব কি না?
আসলে আজকে আমি একটু অসুস্থ তাই হয়তো মনের আবেগে অনেক কথা বলে ফেললাম আমাকে তাই আমার বলা কথা গুলোর জন্য ক্ষমা করে দিবেন. আমি এই কথা গুলো না বলে থাকতে পারতেছিলাম না তাই লিখলাম।
আমার বন্ধু তার একাউন্ট কেন অফ রাখসে না চালাচ্ছে না আমি সেটা জানি না তাকে এই বিষয় এ জিজ্ঞাসাও করা হয় নাই। আর আপনারা তাকে কোনো বিশ্বাস করতে পারতেছেন না সে এই বিষয়েও আমাকে কিছু বলে নাই। আমি যখন তাকে আপনাদের কথা তাকে বলি যে আপনারা তার পরিচয় জানতে চায়েছেন তখন সে আমাকে এই @salimnil9 ID দেয়।
যাই হোক অনেক কথা বলে ফেললাম আবারো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার বলা কথা গুলর জন্য।
আর কালকে আমাদের এখানে বাংলাদেশ এ ঈদ। আপনাদের সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি
ঈদ মোবারক।।
আমার লেখা গুলো পড়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ
প্রনম সরকার।
Congratulations @pronom! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 50 replies.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP