In love with the Clouds | মেঘের প্রেমে

in BDCommunity4 years ago (edited)

মেঘ বলেছে যাবো যাবো,
রাত বলেছে যাই_
সাগর বলে, কূল মিলেছে
আমি তো আর নাই...

ব্যাক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা গান এটি। যখনই শুনি, অন্যরকম একটা ভালোলাগায় কোথায় যেন হারিয়ে যাই।

IMG_20200628_164244.jpg
আজ বিকেলে তোলা ছবি

মেঘের প্রতি একটা ভালোলাগা কাজ করে আমার সবসময়। বইয়ে পড়েছিলাম, মাঝেমধ্যে আকাশের দিকে তাকালে নাকি মনটাও আকাশের মতোই বিশাল হয়। কথাটার সত্যতা কতটুকু, তা জানিনা।

FB_IMG_1593342599753.jpg

যেন মেঘের সমুদ্র

মেঘেরা ওই নীল আকাশে ইচ্ছেমতে ঘুরে বেড়ায়। দেখে কখনো কখনো মনে হয়, 'ইশ, আমিও যদি মেঘেদের মতো হতে পারতাম...'

FB_IMG_1593342575116.jpg

বাঁধাহীন ছুটে চলা

যখন যেখানে যেভাবেই থাকি, মেঘ দেখলেই আমার মন চঞ্চল হয়ে ওঠে। যদি সুযোগ মেলে, ছবি নিতে ভুলিনা।
FB_IMG_1593342578410.jpg
গাড়ি থেকে তোলা

মেঘ সম্পর্কে একটা তথ্য দেই এবার। যারা জানেন না তারা কিঞ্চিৎ অবাকই হবেন৷ আমরা খালি চোখে যে মেঘ দেখতে পাই, তাদের দেখতে খুব হালকা মনে হলেও আসলে মাঝারি সাইজের একটা মেঘের ওজন ১,০০০ হাতির ওজনের সমান!

FB_IMG_1593342567023.jpg

গুরুগম্ভীর চেহারায় যেন বর্ষণের হুঙ্কার

বৃষ্টিতে ভিজতে কে না ভালোবাসে! বৃষ্টি আর মেঘ, দুটো একে অন্যের পরিপূরক।

FB_IMG_1593342562126.jpg

নীল আকাশে মেঘের বাড়ি

মেঘের সাথে এমনই প্রেম আমার, মেঘ নামটা কোন বইয়ের প্রচ্ছদে দেখলেও ভালো লাগে।

PicsArt_06-28-08.01.03.jpg

প্রিয় লেখকের তিনটি বই

মেঘ ছুঁঁয়ে দেখার ইচ্ছে আছে। কে জানে, কখনো সুযোগ হবে কি না!

FB_IMG_1593342593891.jpg

নীল মেঘ আর বর্ষার ঘোলা জলের অপূর্ব কম্বিনেশন

মেঘের প্রতি ভালোবাসাটা একতরফা। জানি বিনিময়ে কিছুই পাবো না, কিন্তু প্রতিদানের আশায় তো ভালোবাসিনি।

FB_IMG_1593342588979.jpg

নিজের তোলা প্রিয় একটি ছবি

দামি ক্যামেরা কেনা হয়ে ওঠেনি এখনো। তবে ইচ্ছে আছে কেনার। কিনলে নিজের প্রেয়সী মেঘের ছবি তুলবো আরো বেশি বেশি... আঁশ মিটিয়ে।

FB_IMG_1593093793461.jpg

বারবার দেখেও যেন মন ভরেনা

আজ এপর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।

STAY HOME
STAY SAFE

Sort:  

3 ti boi e amaro khub pochonder.. ar apnar chobi gulo khub shundor esheche. Aro bhalo lagto jodi boi gulo shommondheo kichu likhten.

অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরেরবার থেকে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।

Thanks for your opinion.

ছবি গুলো দারুণ তুলেছেন। ভালো লাগলো।

অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে।