The golden past | ফেলে আসা দিনগুলি

in BDCommunity4 years ago (edited)

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

কান্নাহাসির বাঁধন তারা সইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।

_ হেমন্ত মুখোপাধ্যায়

'সোনালী অতীত' শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় কি আসে বলুন তো? হ্যা, ঠিকই ধরেছেন। শৈশব। শৈশবকে মিস করে না, এমন একজনকেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এমন কেউ কি আছে যে ফিরে যেতে চায় না শৈশবের সেই চিন্তাভাবনাহীন জীবনে? আবারো পেতে চায়না সেই দুরন্তপনার স্বাদ?

প্রত্যেকটা মানুষ ছেলেবেলায় বড় হবার স্বপ্ন দেখে। বড়দের অনেক কিছু করতে দেয়া হয়, অনেক যায়গায় যেতে দেওয়া হয় এইসব দেখে দেখে সবাই ভেবেছে কবে বড় হবো? কবে বড়দের মতো যেখানে খুশি যেতে পারবো যা খুশি করতে পারবো?... অথচ বড় হবার পর যখন বাস্তবতা বুঝতে শেখে তখন সবাই ভাবে -'নাহ, ছোটবেলায়ই ভালো ছিলাম!'

আজ চেষ্টা করবো আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে সেই স্বপ্নময় দিনগুলিতে। স্বপ্ন... হ্যা, স্বপ্নই তো। একটা সুন্দর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার পর মনে যেভাবে স্বপ্নের রেশ থেকে যায়, তেমনি শৈশবটাও আমাদের মনে এমন একটা জায়গা করে নিয়েছে যার তুলনা কেবল সুন্দর কোন স্বপ্নের সাথেই হতে পারে।

FB_IMG_1593957280745.jpg

দোলা দে রে পাগলা
ছবি : Sabbir Rahman

দোল খাওয়ার আনন্দের কাছে হার মানতো ছিঁড়ে পরে যাওয়ার ভয়। মনে পড়ে? কতজনকে দেখেছি পরে গিয়ে হাতে - পায়ে ব্যাথা পেতে, তবু ভয় পেতাম না।

FB_IMG_1594114626767.jpg

চল, দেখি কে আগে চাকা নিয়ে ওইখানটায় পৌঁছুতে পারে
ছবি : Akib Islam Ashik

বন্ধুদের সাথে পুরোনো টায়ার নিয়ে রেস রেস খেলা... আহা সেই দিনগুলি।

FB_IMG_1593957521861.jpg

মাছ ধরা শৈশব
ছবি : Emdadul Haque

মাছ পাবার আশায় পুকুর / ডোবার পাড়, খাল - বিল চষে বেড়াতাম। মাছ পাওয়া যাক বা না যাক, তাতে উৎসাহে কোন ভাটা পড়তো না।

FB_IMG_1593957441942.jpg

বৃষ্টি নামলো বলে... চল চল বাসায় চল মা বকবে
ছবি : Rubel Shikder

খেলার ফাঁকে কখন যে আকাশ কালো হয়ে এসেছে খেলায়ই করতাম না... হঠাৎ জোরালো ঠান্ডা বাতাসে সংবিৎ ফিরতো আর অমনি খেলা ফেলে দে ছুট।

FB_IMG_1593957346353.jpg

তোরটার চাইতে আমারটা বেশি সুন্দর হইছে!
ছবি : Safayet Hossen

নারকেল পাতা দিয়ে ঘড়ি, চশমা বানানোর সময়টাই যেন ভালো ছিলো। তখন আসল ঘড়ি কেনার সামর্থ্য না থাকলেও নিজে পাতার ঘড়ি বানিয়ে পরার আনন্দটা ছিলো আকাশছোঁয়া।

FB_IMG_1593957407310.jpg

শরীরে জোর নেই, তবে মনে জোরের কমতি নেই
ছবি : Farjana Binta Monir

FB_IMG_1593957867301.jpg

জলে জেলের প্রতিচ্ছবি
ছবি : Amj Limon

সবার শৈশব আনন্দময় হয়না। কখনো শৈশব হারিয়ে যায় দুমুঠো অন্ন জোগানোর তাগিদে।

FB_IMG_1593957335438.jpg

এ আনন্দের কাছে পৃথিবীর বাকিসব আনন্দ তুচ্ছ
ছবি : Arefeen Nahid

জলে কতশত বার যে লাফিয়েছি তার কোন ইয়ত্তা নেই। কখনো গাছ থেকে লাফাতে গিয়ে গাছের ডাল ভেঙে সজোরে পানিতেও পড়েছি। যা ভয় পেয়েছিলাম!

FB_IMG_1593957360703.jpg

সবাইকে পেছনে ফেলে খেলায় প্রথম হবার আনন্দ ছিলো বর্ণনাতীত
ছবি : ফাহিম রহমান

ছোটবেলায় মার্বেল খেলেনি, এমন কেউ কি আছে!

FB_IMG_1594112279330.jpg

জলে দাপাদাপির অপর নাম যেন শৈশব
ছবি : সৃজন পাল

মায়ের শত বারণ উপেক্ষা করে সারাদিন পুকুরে দাপাদাপি, অতঃপর চোখ লাল করে ঘরে ফিরে মায়ের পিটুনি খাওয়া ছিলো নিত্যদিনের ঘটনা।

FB_IMG_1594114669412.jpg

ঘুড়ি ওড়ানোর স্মৃতি কি কখনো ভোলা যাবে?
ছবি : Mahfujur Rahman Munshi

অনেকবার ঘুড়ি উড়াতে গিয়ে সুতো ছিড়ে ঘুড়ি হারিয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছি।

FB_IMG_1594114770563.jpg

ঘোরে বনবন...
ছবি : Akash Chowdhury

লাটিম ছেলেবেলার স্মৃতিতে ওতপ্রোতভাবে জড়িত।

IMG_20200707_145552.jpg

ছবি : সংগৃহীত

অনেক শখ করে জমাতাম। মনে পড়ে কি? কয়টা চিনতে পারছেন দেখুন তো?

FB_IMG_1593957462458.jpg

পালা পালা... চাচা আসতেছে!...
ছবি : কিশোর রবিন সাগর

পাশের বাড়ীর রাগী চাচার চেচামেচির ভয় উপেক্ষা করে তাঁর গাছে উঠে আড্ডা দিতাম।

FB_IMG_1593957423366.jpg

কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিতে চাই আরেকটাবার...
ছবি : Rupa Roy

শৈশব মানে বৃষ্টির দিনে নৌকা বানিয়ে পানিতে ভাসাতেই হবে।

আজ এপর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের সৌজন্যে এই ছবিগুলো পেয়েছি। যারা ছবির মাধ্যমে সাহায্য করেছে অতীতে ফিরে যেতে, তাদের ধন্যবাদ দিলেও কম হয়ে যায়।

ছবিগুলো দেখি আর ভাবি, ফিরে আসবে কি আমার সেই সোনালি শৈশব... যদি পারতাম, সবকিছুর বিনিময়ে হলেও চলে যেতাম হারিয়ে ফেলা শৈশবের স্বপ্নময় দিনগুলোতে...

STAY HOME
STAY SAFE

Sort:  

Congratulations @raihanrafi! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 10 upvotes. Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!