বাংলাদেশ সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ কে ৩ টা জোনে ভাগ করে প্রতিটা জোনের জন্য ভিন্ন ভুন্ন পদক্ষেপ নেয়ার৷ কিন্তু, আমার কথা হচ্ছে, আমার প্রানের শহর রাজশাহী কে দেয়া হয়েছে গ্রীন জোনে৷ আমি এই জোন ভিত্তিক লক-ডাউন নিয়ে মোটেই আশাবাদী নাহ। কারন, আমার শহরের অবস্থা টা আমি নিজেই বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি৷
এখানে লকডাউন পরিস্থিতি শিথিল করার মতো পপরিস্থিতি তৈরীই হয়েছিলো নাহ। কিন্তু সেখানে লকডাউন তুলে নেয়া হলো। আর, আমাদের দেশে আসলে লকডাউন এর নামে প্রহসন করা হচ্ছে। মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে৷
বাস্তবতা জে কতোটা ভয়াবহ হতেপারে সেটা আমাদের নেতারা এখনোও উপলব্ধি করতে পারছেন না। তা না হলে, এই ধরনের একটা জটিল পরিস্থিতিতে কখনোই মাস্ক অথবা পি.পি.ই এর মতো মূল্যবান এবং জরুরি সামগ্রী কেনার টাকা লুটপাট করে খেতেন। তাদের লাগামহীন দূরনীতির কারনে দেশের সাস্থ্য খাত ধসে পরেছে৷
পান থেকে চুন খসলেই আমরা মাউন্ট এলিজাবেথ এ চলে জেতাম এয়ার এম্বুলেন্স এ চড়ে৷ অথচ এখন তাদের অনেকের কাছেই কোটি কোটি টাকা থাকা সত্তেও বিদেশ জাওয়ার সব রাস্তা বন্ধ৷ কোটি কোটি টাকা কুনু কাজে আসছে নাহ। আমি আসলে এখানে সরকারের সমালোচনা করার জন্য এই ব্লগ টা লিখি নাই৷ এই জে এতো টাকা তারা কামাইছে, এটা জদি তাদের প্রয়োজন এই না আসে, তবে এই টাকার মূল্য কি থাকলো??!!
নতুনভাবে জোন ভিত্তিক জে লকডাউন দেয়ার চিন্তা করা হচ্ছে, বাস্তবে সেটা এক কানা কড়িও উপকারে আসবে নাহ। বরং এটা আমাদের ভোগান্তিই বাড়াবে৷ আমাদের এই মূহুর্তে উচিৎ একটা পুরোপুরি ব্যালেন্স এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া৷ আমি আশা করি এই ধরনের একটা সিদ্ধান্ত আমি দেখতে পাবো এবং এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কে এই বইপদের হাত থেকে রক্ষা করবে৷ আমি সে সুদিনের অপেক্ষায় থাকলাম।
আমাদের নীলফামারী জেলার সৈয়দপুর থানা রেড জোনে আছে। বাংলাদেশের অবস্থা দিন খারাপ হচ্ছেই।
দোয়া করবেন।
এটাই আমাদের বড় সমস্যা ভাই, আমরা যেখানে যতটা যত্নশীল হওয়া উচিত, আমরা সব সময় তার উল্টোটা করে থাকি।
একটা পরামর্শ ভাই ট্যাগ ব্যবহারে একটু সচেতন হোন, হাইভ ট্যাগ সব জায়গায় ব্যবহার করা যায় না।
দোয়া করি সুস্থ্য এবং ভালো থাকেন।
অকে। ধন্যবাদ।
Asole amr bolar kisu nai because goverment thik vabe step nicche na. Ami Ukraine e dekhtechi kivabe tara chesta korteche sob kisu stable korte r onno dike bangladesh e thik vabe 14 din o lockdown thakena. Amar kache arekta baper mone hoi seta hocche amar bangali manush, amra onekei socheton na, jdi amra nijera ajke shocheton hoitam tahole ajke aii situation hotona. Bangladesh e durniti ase ami mani but ajker aii poristhitir jnno amara bangali rao dayi...
আপনি ঠিকই বলেছেন৷ আমাদেরও দোষ আছে।