Describe Your Para: উড়ন্ত উত্তর

in BDCommunity4 years ago

"নদীর জলে বেষ্টিত সে, সবুজে ভরপুর,
লোকগুলো তার মিষ্টি মধুর, গ্রাম সে হাজীপুর। "

১৯৯২ সালের ১০ই আগস্ট,
বিকেলবেলা

হাজীপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় নবী বেপারীর বাড়িতে একটা কান্নার আওয়াজে সকলের মাঝে আনন্দের জোয়ার বয়ে গেলো। আর সেই কান্নাটা ছিলো আমার জন্মকালীন কান্না।

নানুবাড়ী হওয়া সত্বেও জন্মসূত্রে আমি এই পাড়ার নাগরিকত্ব পেয়ে বসলাম। আর সেই নাগরিকত্ব এতটাই স্থায়ী হলো যে, আমার জাতীয় পরিচয়পত্র ও এই এলাকাতেই করে নিলাম।

আমার এই এলাকার নাম উত্তরপাড়া, ঢাকা জেলার ধামরাই থানার হাজীপুর গ্রামে এই পাড়ার অবস্থান।

আমার গ্রামটা বর্ষাকালে পানিতে আর শীতকালে হলুদ সরিষাফুলে বেষ্টিত হয়ে থাকে।

FB_IMG_1592822765113.jpg
নদীতে সূর্যাস্ত (আমার গ্রামে)

হাজীপুর গ্রামে আমার এলাকাটা একটা ছোট্ট অংশ জুড়ে রয়েছে। এখানে বিশেষত একটা মসজিদ ছাড়া তেমন কিছুই নেই। তবে এখানে একঝাঁক মানুষ আছে, আর তাদের গায়ে আছে মাটির সুগন্ধ। তবে ওখানে শিক্ষার হার ঈর্ষনীয়। এখানকার ৮০% মানুষ তাদের উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেছেন।

এখানে মানুষজন এর মাঝে গ্রামের স্বাভাবিক দুইটা রূপই দেখা যায়, এরা যেমন মিলেমিশে থাকে, তেমনি মাঝে মাঝে এরা নিজেদের মাঝে ঝগড়াতেও লিপ্ত হয়ে থাকে। আর সেই ঝগড়া হয় পুরো এলাকায় কম্পন ছড়িয়ে।

নদীবেষ্টিত হওয়ায় আমরা নদীতে ভেসে বেড়াতে পছন্দ করি। সেটা নৌকায় অথবা সাঁতার কেটে।

IMG_20140918_200101.JPG
গ্রামের পাশের নদী

শীতকালে আমাদের পাড়া হলুদ বরণ ধারণ করে। সরিষাফুলের হলুদে পুরো এলাকা হলুদ হয়ে যায়।

IMG_20151215_171430_1_copy_600x800.jpg

আমাদের গ্রামে পাড়াভিত্তিক একটা ক্রিকেট টুর্নামেন্ট চালু আছে, যার নাম "হাজীপুর প্রিমিয়ার লীগ।" লীগের সর্বশেষ আসর হয়েছিলো ২০১৪ সালে। যার চ্যাম্পিয়ন ছিলাম আমরা *উত্তর পাড়া" এবং টীমের নাম ছিলো "উড়ন্ত উত্তর"। সেই টুর্নামেন্টে উত্তরপাড়ার উত্তরগুলো সত্যিই উড়তেছিলো। আমরা তাতে অপরাজিত চ্যাম্পিয়ন ছিলাম।
FB_IMG_1592822349812.jpg
ট্রফি হাতে আমরা

সবকিছুর পরে হতাশার কথা হলো, আমি এখন আর এই পাড়াতে থাকি না।
এখন আমার স্থায়ী আবাস নানুবাড়ী থেকে দাদুবাড়ি হয়েছে। আর চাকুরিসূত্রে রয়েছি আরো দূরের এক শহরে। বছরে দুএকবার যাওয়া হয়, আর সর্বদা অনুভব করি নাড়ীর টান।

ধন্যবাদ @bdcommunity কে এমন একটা প্রতিযোগিতার আয়োজনের জন্য।

Sort:  

Congratulations @rasheddh! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 30 posts. Your next target is to reach 40 posts.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!

খুব ই ভালো লিখেছেন ভাই। ধামরাইতে আমার এখনো কত ঘোরা বাকি।

আপনি কি ধামরাই এলাকার বা আশেপাশের?

জী ভাই।। আশেপাশেই আমার বাসা।

Hi @rasheddh, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

ভালো লিখেছেন ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।😍😍