You are viewing a single comment's thread from:

RE: মরার উপর খাঁড়ার ঘা, শাপে বর ও অন্যান্য।

in BDCommunity2 years ago

তো উনাদের ঘুমের ব্যাবস্থা করে দিয়ে এসে নিজের আর ঘুমানোর ফুসরত নাই।

আহা, কি ব্যস্ততা! সত্য করে একটু একটা উত্তর দিন ত, ডাক্তার ব্রো, এই ব্যস্ততাকে কি কোনোভাবে উপভোগ করার উপায় আছে? মাঝে মাঝে কি জীবনে তিক্ততা নেমে আসে না এসবের কারনে? নাকি সেবাই পরম ধর্ম এটাই একমাত্র স্লোগান?!

Sort:  
 2 years ago (edited) 

এই ব্যস্ততাকে কি কোনোভাবে উপভোগ করার উপায় আছে?

উত্তর ২ টা।

১.
একা নাইটে অসম্ভব। এডমিশন নাইটে কলিগ রা থাকে, তখন ফাকে ফাকে আড্ডায় গল্পে রাত কেটে যায় ভালোই!

২.
A successful diagnosis and successful management of a patient before discharging them makes it worth the hassle.

সেবাই পরম ধর্ম

আমি এই মর্মে বিশ্বাসী নই। অনেকেই বলবে ডাক্তারি পড়ার আগে শপথ নিয়েছেন, The Hippocratic Oath. তাদের বলি এই ২০২২ খ্রিস্টাব্দে বসে যদি AD 275 e লেখা একটি শপথনামা মানতে বলেন, আপনি আগে সেই আদি যুগের বাসিন্দাদের মতো লাইট ফ্যান এসি মোবাইল ল্যাপটপ টিভি ইন্টারনেট ছাড়া বসবাস করে দেখান।

সেবার মনোভাব গুরুত্বপূর্ণ আমাদের পেশায়, তাই বলে নিজের সর্বসর্বা বিসর্জন দিয়ে টা করতে আমি রাজি নই। সেলফিস হলে সেলফিস, যার যতটুক প্রাপ্য সে ততটুকই পাবে। এর বেশি দিলে মাথায় চড়ে বসে ঘর মটকে দিবে।

সেবার মনোভাব গুরুত্বপূর্ণ আমাদের পেশায়, তাই বলে নিজের সর্বসর্বা বিসর্জন দিয়ে টা করতে আমি রাজি নই। সেলফিস হলে সেলফিস, যার যতটুক প্রাপ্য সে ততটুকই পাবে। এর বেশি দিলে মাথায় চড়ে বসে ঘর মটকে দিবে।

I love these lines. I love the attitude. I do agree with that and I just wanted to understand the Perception of yours, nothing else and lastly I would say I loved it, Doc bro.