You are viewing a single comment's thread from:

RE: দাম্ভিকতা

in BDCommunity3 years ago (edited)

যারা প্রভাবশালী তারা সর্ব প্রথম কাতারে দাড়াবে এবং সেই ক্রমানুসারে অন্যরা দাড়াবে এবং নামাজ আদায় করবে।

কি বলেন ভাই, এমনটা মসজিদে হয়?! এতদিন ধরে জেনে এসেছি মসজিদ একমাত্র জায়গা যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকে না ধনী-গরিবে, এক কাতারে মিলে মিশে দাঁড়ায় বিভিন্ন পেশার লোকজন, আজ এ ধারণাও ভুল প্রমানিত হলো! ক্ষণিকের জন্য আশ্চর্য হলাম! এমন দৃশ্য দেখার দূর্ভাগ্য আজও আমার হয়নি, যেন কখনো নাও হয়।