Ashaa Othoba Nirashaa: আশানিরাশা জীবনের এক চরম সত্য

in BDCommunity5 years ago

আশা এবং নিরাশা নিয়েই মানুষের জীবন।

আশা নিরাশা মানুষের জীবনের একটি চরম সত্য । কিছু আশা পূরণ হয় এবং কিছু আশা পূরণ হয় না । থেকে যায় নিরাশার মধ্যেই এই আশা নিরাশা সবকিছু নিয়েই আমাদের বেঁচে থাকা।
মানুষের জীবনের আশার কোনো শেষ , নেই কেউ চায় দামি গাড়ি কেউ যায় দামি বাড়ি কেউ চায় সুন্দরী বউ আর কেউ চায় অনেক টাকা-পয়সা , কেউ চায় উচ্চশিক্ষিত হতে আর কেউ চায় উচ্চ বিল্ডিং বাড়ি কেউ চায় বড় হতে কেউ চায় অনেক বড় কিছু সম্পত্তির মালিক হতে কেউ চায় বড় একটা ব্যবসায়ী হবে আর কেউ চায় বড় কোন কোম্পানিতে চাকরি করবে মানুষের আশা-আকাঙ্ক্ষার কোন শেষ নেই।

আসলে মানুষ আশার কোনো শেষ নেই, কারণে এই আশার পিছনে লুকিয়ে থাকে মানুষের সুখ আর, সুখের পিছনে মানুষ দৌড়াতে থাকে অবিরাম । আর এই আশা গুলো যখন পূরণ হয়ে যায় তখনই মানুষ পায় অনাবিল সুখ আর যখন পূরণ হয় না তখনই সেটা হয়ে যায় নিরাশা দুঃখের কারণ।

IMG_20190417_092933_685.jpg

আশা :

আশা কি বা কাকে বলে এটা খুবই সহজ । আমরা সকলেই সেটা জানি মানুষের সুখের জন্য যা যা চাহিদা থাকে যা যা মানুষের মনে আকাঙ্ক্ষা থাকে যেটা পেলে মানুষ সুখে থাকতে পারবে সে সব গুলোকে আমরা বলি আশা ,চাহিদা আকাঙ্ক্ষা সবকিছুই একই জিনিস তাই আশা কি এটা বোঝা খুবই সহজ ।

নিরাশা:

সব পাওয়ার আকাঙ্ক্ষা যখন অপূরণ থেকে যায় তখন তাকে আমরা বলি নিরাশা অর্থাৎ যেসব জিনিস পেলে আমরা সুখে থাকবো সেই জিনিসগুলা যখন আমরা পাইনা তখনই সেটা হয়ে যায় নিরাশা । আসলে নিরাশা মানুষের জীবনের জন্য একটা বিশাল অভিশাপের সমান তাই যারা নিরাশ হয়ে যায় তাদের জীবনটা কাটানো খুবই কষ্টকর হয়ে পড়ে।

couple-standing-together-hand-hand-beach_107420-10016.jpg

আমার আশানিরাশা :

আমার জীবনে আশা এবং নিরাশার ব্যাপারটা দারুণ , কারণ অনেক কিছুই আশা করে থাকি আমরা আর বিশেষ করে আমি কিন্তু সবকিছু পূরণ করা সম্ভব হয় না । বিশেষ করে নামি গাড়ি-বাড়ি অনেক কিছুই সুখে থাকার ব্যাপার যা কিছু থাকে, চাকরি-বাকরি অনেক কিছুই আছে তার মধ্যে যেটা অপূর্ণই থেকে যায় বা আশা করে থাকি আমরা কিন্তু সবকিছু পূরণ করা সম্ভব হয় না । তাই আজ আমি সব কথা নাই বলি কারণ আমার জানামতে এসব আশা সবাই করে থাকে পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু সবার এই আশাটা পূরণ হওয়া সম্ভব হয় না আর সবার আশাটা একই রকম তাই আজকে একটি দারুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব আশা করি একটু মজা পাবেন।

সর্বপ্রথম যেটা আশা সেটা হলো মা-বাবা এবং পরিবারকে নিয়ে সুখে থাকা, আল্লাহর অসীম রহমতে মা-বাবা এবং পুরো পরিবার নিয়ে আপাতত সুখেই আছে, কোন সমস্যা নেই এখানে নিরাশা ছায়াটুকু পড়েনি কিন্তু, আরেকটি বিষয় আছে যেটা না বললেই নয় , সেটা একটু ইন্টারেস্টিং কারণ অনেক আশার মধ্যে এটাও আশা রয়েছে । একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম করবো তার সাথে বিয়ে করবো তারপর একসাথে হাতে হাত দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো বিশেষ করে রোমান্টিক ব্যাপার যেটা হয়ে যায় সেটা আমরা জানি কিন্তু আমার এই আশাটা এখন পর্যন্ত অপুরণী রয়ে গেছে।

একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করা, তার হাতে হাত রেখে ঘুরে বেড়ানো, তার হাতে হাত রেখে বসে থাকা নদীর ধারে, নৌকায় ঘুরে বেড়ানো এ সকল জিনিসের প্রতি আশাটা আমার অনেক বেশি, সেই ছোটবেলা থেকেই সিনেমা দেখে আসছি, প্রেম করে তারা একে অপরের সাথে অনেক কিছু আর এই বিষয়টা নিয়ে আমার মাথায় অনেক দিন ধরে ঘুরপাক চলছে , কিন্তু যখন রাস্তাঘাটে হেঁটে বেড়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় অসংখ্য কাপলদের দেখতে, পারি যারা অনেকেই আছে তারা প্রেমিক-প্রেমিকা একসাথে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে আবার অনেকেই দেখছি যারা বিবাহিত তারা অনেক সুখে আছে, কিন্তু আমিও ঠিক এসব দেখেই আশা করে আছি সেই ছোটবেলা থেকেই, কিন্তু কি দুর্ভাগ্যের কথা বলব এই আশাটুকু আর আমি এখনো এই আশায় বসে বসে আছি । কখন আমার এই আশাটুকু পূরণ হবে । কিন্তু আমার যে বয়স হয়েছে বর্তমানে ”বয়স তো আর কম হলো না” মনে হয় না । এই আশাটুকু আর পূরণ হবে কারণ না আমি দেখতে সালমান খানের মতো না আমি দেখতে শাকিব খানের মতো না চেহারা শাহরুখ খানের মত না, সো এই আশাটুকু পূরণ করা একটু জটিল হয়ে গেছে । আর আমার মনে হয় এই আশাটুকু আমার নিরাশায় পরিণত হচ্ছে ধীরে ধীরে । যাই হোক জীবনের অনেক কিছুই আশা থাকে মানুষের আমার টা বিষয়টা অন্যদের তুলনায় আমার এই কথাগুলো শুনে একটু অবাক হবে । অনেকেই যেয়ে কি আশা নিয়ে বসে সেই ছেলেটি । আসলে ব্যাপারটি একটু ভিন্নরকম এটাও আমার আশার একটি অংশ যদিও বা আরো অনেক বিশাল বিশাল আশা আছে ।

যাইহোক সবশেষে একটি কথাই বলবো । আশা-নিরাশা সব কিছু নিয়ে আমাদের জীবনে । অনেক বেশি আশা থাকবে কিছু পূরণ হবে কিছু অপূর্ণ থেকে যাবে । যেসব অপূরণ থেকে যাচ্ছে সেগুলোই হল আমাদের নিরাশা কিন্তু , আরেকটি বিষয় যেটা না বললেই নয় আমার জীবনে আসা অনেক বেশি । আর আশা করি সকল আশা পূরণ হবে , জানিনা কতদূর কি হবে, মেঠোপথে কারো হাত ধরে হাঁটা হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই কারো হাত ধরে খোলা আকাশের নিচে বসে থাকা হবে কিনা সেটাও কোন নিশ্চয়তা নেই কারো পাশাপাশি বসে বিশাল নদীতে চলা হবে কিনা তারও কোনো আশা নেই । আসলে এসবের কোনো আশা নেই আশা নিয়ে আমি আছি কিন্তু এসব এসব আশা পূরণ হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই । কিন্তু আরেকটি বিষয় না বললেই নেই, আশা আছে দেখেই আমরা বেঁচে আছি আশা আছে দেখেই সবকিছু করতে পারছে আর আশা আছে দেখেই এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে । একটি জিনিস সবসময় মনে রাখতে হবে আশা কখনো ছাড়তে নেই । নিরাশা সবসময় আমাদের পিছু টানবে কিন্তু আমাদের আশা ছাড়তে নেই কারণ এই আশায় বেঁচে থাকার একটি বড় অস্ত্র । আর এই আশায় এই কঠিন সময়ে এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকতে আমাদের অনেক সাহায্য করবে এবং আমাদের শক্তি যোগাবে যুদ্ধ করে এগিয়ে যাওয়ার । তাই সকলকে একটি অনুরোধ করবো আপনারা সকলেই আশা ছাড়বেন না কারণ আশায় আমাদের বেঁচে থাকার এবং যুদ্ধে জেতার একটি বড় অস্ত্র।

যাইহোক এখানেই শেষ করলাম আশা অনেক কিছু থাকলেও আমি আজ শুধু প্রেমের বিষয়টাই বললাম । সকালে সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন

Thanks for your time

You Can find me in

Youtube

Twitter

Facebook

Instagram

Hive

e2drh4.png