Describe Your Para : জন্ম থেকে মৃত্যু যে পাড়ায় থাকতে চাই

in BDCommunity4 years ago

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটাই আমার বাংলায় প্রথম পোষ্ট

আজ আমি আমাদের পাড়া / মহল্লা সম্পর্কে কিছু লিখতে যাচ্ছি।

আমরা সকলেই বিভিন্ন পাড়া/মহল্লায় বাস করি। এই পাড়া টাই হলো আমাদের বাড়ি, আমাদের খেলার যায়গা আর আমাদের সময় কাটানোর স্থান। সাভাবিক ভাবেই আমরা আমাদের পাড়া কে অনেক বেশি ভালবাসি।

প্রথমে যেনে নেওয়া যাক আমার পাড়ার নাম আর পুরো ঠিকানাঃ

আমি উত্তর অঞ্চলের বাসিন্দা। অর্থাৎ রংপুরের বাসিন্দা। রংপুর বিভাগের একটি জেলা নীলফামারী। সেই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একটি বড় এলাকা নিয়ে আছে নতুন বাবু পাড়া। শহরের সবচেয়ে বেশি যায়গা দখল করে রেখেছে আমাদের এই পাড়া টি।

দেখে নেওয়া যাক পাড়ার কিছু গুনঃ সাধারন ভাবেই এই পাড়ার মধ্যে পড়েছে শহরের পৌরসভা তাই এখানে জমির দাম টা আকাশে.... জমি কেনা কুব কঠিন ব্যাপার। এখানে পৌরসভার সব ধরনের সুবিধা টা একটু বেশি থাকে। মোট কতো জন বসবাস করে তা বের করা কুখ কঠিন। তার পরেও জনসংখ্যা কম নয়।

গণ্যমান্য বেক্তি: শহরের প্রাণকেন্দ্র হওয়ার এখানে গণ্যমান্য বেক্তিদের বাসাবাড়ি হওয়া টা সাভাবিক। এই অঞ্চলের একটি ঐতিহ্য বাহি এলাকা হওয়ায় অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এখান থাকনে।

কলেজ : সৈয়দপুর মহাবিদ্যালয় পাসেই অবস্থিত তাই সাধারন ভাবেই সেখানকার সকল শিক্ষক এই আমাদের নতুন বাবু পাডাতেই বসবাসকরে তাই সাভাবিক ভাবেই খুবি শান্তিপুর্ন একটি এলাকা। শহরের সকল রাজনৈতিক নেতারা এখানেই বসবাস করে। যদিওবা রাজনৈতিক কোন প্রাভাব নেই এই এলাকায়। এলাকায় বসবাস শহরের বড় বড় ডাক্তারের। বেশ কিছু শুনাম ধণ্য ডাক্তার আছেন আমাদের এই পাড়ায়। মেয়ে দের জন্য আছে বিউটি পার্লার "তাই এই এলাকার মেয়ে গুলো দেখতে বেশ সুন্দর" Just funn ।

এবার আসি অবসর সময় কাটানো : অবসর সময় কাটানোর জন্য আমাদের পাড়ায় আছে অনেক উপায়। আছে ২ টি ক্লাব যেখানে প্রতিদিন খেলা ধুলো হয়। যুবক কিশর প বয়স্ক সব ধরনের মানুষে জন্য আছে সময় কাটানোর ব্যবস্থা।

যেমন আমি নিজেই এই ক্লাবে খেলাধুলো করি। অংশগ্রহণ করেছি জেলা ও বিভাগিয় পর্যায় অনেক খেলায়।

নিরাপত্তার জন্য রয়েছে ফায়ার সার্ভিস / দমকল এই পাড়ায়। সব মিলিয়ে বলা য়ায এটি একটি আদর্শ পাড়া যেখানে সব ধরনের সুযোগসুবিধে পাওয়া যায়। আমাদের শহরের সবচেয়ে প্রসিদ্ধা পাড়া হলো আমাদের এই পাড়া। আবাসিক এলাকার সব কিছুই সঠিক মাপে আছে এখানে।

আমার অবসর আর খেলাধুলা : ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ অনেক বেশি ছিল। সেই কারনেই পাড়াতেই খেলাধুলা হয় বেশি । আমাদের পাড়াতে আছে একটি ক্লাব সেই 1984 তে যাত্রা শুরুকরে এখন পর্যন্ত শুনাম অক্ষুণ্ণ করে রেখেছ এই ক্লাব টি। এই ক্লাবেই পার হয়ে দিনের বেশি সময় টা। ক্যারাম, দাবা, টেবিল-টেনিস, ভলিবর , ক্রিকেট, ফুটবল... কি নেই আমাদের এই ক্লাবে ! সাধারন ভাবে বিকেলে পাড়ার সব ছেলে আসে ভলিবল খেলতে। সেখান থেকেই ভলিবল খেলাসেখা.... সময়ের সাথে সাথে অনেকটাই শিখে ফেলি .... খেলেছি জেলা ও বিভাগিয় পর্যায.... আরো আছে বিভিন্ন খেলা যা পাড়ার ছেলেদের সাথেই খেলা হয়। আনেক সময় চলে অন্য পাড়ার ছেলেদের সাথে ম্যাচ খেলা চলে। পাড়ায় আছে ছোট্ট একটা মাঠ সব সময় সেখানে খেলা চলেই। পাড়ার মুরুব্বী রা প্রায় অামাদের খেলা উপভোগ করে।

সব মিলে বলা যায় আমাদের এই পাড়াটির সাথে শহরের অন্য পাড়ার কোনো তুলোনা হয় না। আমি আমির এই পাড়া/ মহল্লা কে অনেক বেশি ভালো । আমার জন্ম এখানেই আর আমি চাই আমির মৃত্যু টাও যেন এখানে হয়।

Thanks to @bdcommunity for this Extra ordinary contest

Thanks for your time

You Can find me in

Youtube

Twitter

Facebook

Instagram

Hive

e2drh4.png

Sort:  

Hi @ridoykhan22, your post has been upvoted by @bdcommunity courtesy of @simplifylife!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON