Binance WODL (Earn money by solving word puzzle)

in BDCommunity3 years ago

Hive.blog অথবা Peakd ব্যবহার করেন কিন্তু বিনান্স (Binance app) ব্যবহার করেন না এমন মানুষ এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ. যারা বিনান্স ব্যবহার করেন না তারা হয়তো বা বিনান্স এর সঠিক ব্যবহার জানেন না.

শুরুতেই বিনান্স অ্যাপ এর একটু বর্ণনা স্বল্প আকারে দেয়া হল.
Binance একটি ট্রেডিং প্লাটফর্ম যেখানে বিভিন্ন ব্লক চেইন নেটওয়ার্ক এর উপর তৈরি করা সকল ধরনের বিশ্বাসযোগ্য asset গুলো ট্রেডিং করা হয়। এই যেমন ধরুন বিনান্স স্মার্ট চেনের উপর অবস্থিত 1inch, Avae etc
এছাড়াও বাংলাদেশী টাকা ব্যবহার করে সরাসরি যদি কোন স্ক্রিপ্ট কিনতে চান তাহলে আপনাকে বিনান্স app এর P2P ব্যবহার করতে হবে. যাই হোক আজকে আমার লেখার টপিক বিনান্স সম্পর্কে নয়, বরং বিনান্স এ দেওয়া বিভিন্ন পাজেল গেম যেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি।

Screenshot_2022-08-25-13-39-07-08_ee1cec40dcf6eb3919ecbfc5d87e6719.jpg

বিনান্স এপে প্রবেশ করলে আপনারা শুরুতেই কিছু পোস্টার দিতে পারবেন, যেখানে সাত থেকে আটটি পোস্টার থাকে। তার মধ্যে একটি পোস্টারে লেখা থাকবে binance Crypto WODL অর্থাৎ এটা একটা ওয়ার্ড পাজল. Crypto WODL poster এ ক্লিক করলেই আপনি পাজল পেইজে প্রবেশ করবেন এবং সেখানে আপনাকে একটি "OK" বাটন ক্লিক করে main page এ যেতে হবে যেখানে আপনি গেমটি খেলতে পারবেন। মেইন পেজে যাওয়ার আগে আপনাকে অবশ্যই গেম খেলা ইন্সট্রাকশন গুলো ভালভাবে পড়তে হবে।
**Game instruction **

  • ধরুন আপনাকে ৭ word এর একটি সংখ্যা অনুমান করতে বলা হলো।

Screenshot_2022-08-25-20-40-27-79_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

  • এখন Binance হলো ৭ ওয়ার্ডের একটি সংখ্যা যা আপনি অনুমান করে পেলেন এবং ওয়ার্ড টি লিখে ইন্টার ক্লিক করলেন।

  • কিন্তু এখানে Binance এর A লেটারটি সবুজ এবং ২টি লেটার হলুদ হয়ে আছে এবং বাকি সবগুলো কাল। এর অর্থ হলো কাঙ্খিত শব্দটির মধ্যে A আছে এবং এর অবস্থান সঠিক পজিশনে কিন্তু বাকি দুটি বর্ণ C এবং E হলুদ রঙের কারণ সি এবং ই কাঙ্খিত শব্দটির মধ্যে থাকলেও তাদের পজিশন ঠিক নেই।

  • পরবর্তী Creation শব্দ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত শব্দ, যেখানে প্রতিটি বর্ণ সবুজ দেখানো হয়েছে অর্থাৎ আমার পাজলটি সঠিক হয়েছে।

কিন্তু এসব শব্দ খুঁজে বের করা অনেক কঠিন, তাই সহজ করে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে প্রতিদিনের পাজল সলভ করে দেয়া হয় যেটা দেখে সহজেই win হওয়া সম্ভব। প্রতি সপ্তাহের 5 টি puzzle এর সঠিক জবাব দিলে বিনান্স থেকে রেওয়ার্ড দেওয়া হয়। প্রতিবার রেওয়ার্ড হিসেবে আপনি সর্বোচ্চ 30 থেকে 40 টাকা পাবেন। রেওয়ার্ড খুব বেশি টাকা না হলেও সময় বিবেচনা করে যথেষ্ট। কেননা একটি পাজল এর সঠিক জবাব দিতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগে। সপ্তাহে 10 মিনিট সময় ব্যয় করলে এর বিনিময়ে আপনি 30 টাকা পাবেন এটা নেহাত কম নয়।

যদি প্রতিদিন আপনি Binance এর CRYPTO WODL খেলেন তাহলে নিচের টেলিগ্রাম লিংকটি ব্যবহার করে উত্তর জেনে নিবেন।

https://t.me/binancenewstoday

Sort:  

Congratulations @sajib56! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 10 upvotes.
Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Hive Power Up Day - February 1st 2023
The Hive Gamification Proposal
Support the HiveBuzz project. Vote for our proposal!