আসসালামু আলাইকুম,
আশা করছি HIVE এর এই সুন্দর পরিবারে সবাই ভালো আছে। পরিচয় দেওয়ার আগে আমার কিছু জানার ছিলো, আমি এক বন্ধু এর কাছে শুনে account টি create করেছি। কিন্তু আমি এটার সম্পর্কে তেমন কিছুই জানা নেই, দয়া করে bdcommunity এর কেও যদি আমার post টি দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন যে আমি কথায় এড হলে HIVE সম্পর্কে জানতে পারব। এবং আমি আমার নিজের post গুলোকে উন্নত করতে পারবো।
এবার পরিচয় এ আশা যাক
আমার নাম শারমিন আক্তার, আমি ঢাকা তে থাকি আমার জন্ম ঢাকাতে। আমি ঢাকা মিরপুর এ থাকি আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, বাড়ি খুব কম যাওয়া হয়।
আমার পড়াশুনা ও পেশা
আমি ভোকেশনাল থেকে এস এস সি দিয়েছি, আমি ২০১৩ তে পাশ করি। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হব তাই শেই ভাবেই চেষ্টা করি, তারপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হয়ে যাই খুব আনন্দের দিন ছিল সেই দিন এখনো মনে আছ। তারপর ডিপলমা শেষ করি ২০১৭ তে। কিছু দিন বেকার ছিলাম তারপর নিজের কলেজ এ টিচার হিসেবে আছি পাশাপাশি সরকারি চাকরি এর জন্য পড়াশুনা করছি। সবাই দোয়া করবেন।
নিজের পছন্দ
গান শুনতে খুব পছন্দ করি এবং পাশাপাশি মুভি দেখতে ভাল লাগে। সপ্ন দেখতে ভালবাসি ইচ্ছে আছে নিজে ভাল কিছু করার। করনার কারনে এখন অনক কিছু পিছিয়ে গেছে। বাঙালি যেহেতু শারি পরতে খুব পছন্দ করি।
লেখায় যদি কোন ভুল থাকে তাহলে খমা করবেন। আর আপনাদের সাহায্য কামনা করছি যেহেতু আমি এখানে নতুন। সবাই সুস্থ থাকবেন।
Hi apu welcome here.
I am also from brahmanbaria😊
You may watch this post of bdcommunity Friday meeting they have a voice chat in every friday 10.00pm. You may join that to get introduced with the community . You will also get help from that channel.
For joining you have to download discord app from playstore and then join bdcommunity channel through the link given in the above post.Through discord you will also be able to promote your posts.Thank you😊
Thank you so much giving me instruction..
Welcome here!