You are viewing a single comment's thread from:

RE: সার্টিফিকেট এ বাবা মা এর নাম সংশোধন

in BDCommunity2 years ago

বাংলাদেশের এই সংশোধনের সমস্যায় কত মানুষ যে তার কোন হিসেব। বিশেষ করে এনআইডির ক্ষেত্রে। হয়তো কারো নিজের নামে ভুলে এসেছে অথবা কারো বাবার নাম অথবা মায়ের। খুব চোখে পড়ার মতো সংশোধন করার জন্য কত দৌড়াদৌড়ি যে করতে হয় তার কোন হিসাব নেই।

জন্ম সনদ থেকে এই সংশোধন এর কাজ শুরু করতে হয়। তাই আগে থেকে যা করবেন সাবধানে বুঝে শুনে করতে হবে।

আপনি ঠিক বলেছেন, আগে থেকেই সতর্কভাবে কাজগুলো করা উচিত। কিন্তু সাধারণ জনগণ সতর্ক থাকলেও যারা এই কাজগুলোতে নিযুক্ত রয়েছেন তারা কি সতর্ক থাকে? তাদের ছোট্ট ভুলের জন্য আমাদের সবথেকে বেশি সময় নষ্ট হয়। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় শুধুমাত্র তাদের সাথে কথা বলার জন্য এই বিষয় নিয়ে। যদি কথা হয়েও যায় তারপরে এনআইডির নাম্বার সিরিয়াল এগুলা খুঁজতে খুঁজতে তারা আরো কয়েক ঘন্টা সময় লাগায়, এগুলা ভোগান্তি ছাড়া আর কিছুই না।

Sort:  

এগুলো ওরা এখন ইচ্ছে করেই করে,
তাহলে তারা এগুলো কারেকশন করার জন্য কন্ট্রাক্ট করবে।