"অসামাজিক"

in BDCommunity3 years ago

দৃশ্যঃ০১

ফরেনসিকে বসে আছি,কমমেড এ ক্লাস পার্টি হচ্ছে যাওয়ার ইচ্ছে নেই।এসব ভীড়ের মধ্যে গেলে আমার ধর্মীয় বিশ্বাসে বড়সড় আঘাত লাগে।অনেক কিছু মানতে পারি না,আবার অনেক কিছু আমার ধর্মীয় নীতিবিরুদ্ধ।
তাই পার্টি চলাকালীন যাবো না, শুধু শেষে গিয়ে ম্যামকে চেহারাটা দেখিয়ে আসবো।

হঠাৎ রিফাত স্যার আসলেন।

রিফাত স্যারঃ
রোল থ্রী আপনি এখানে বসে আছেন কেনো?কমমেড এ না আপনাদের ক্লাস পার্টি হচ্ছে!যাবেন না?

আমিঃজ্বি স্যার,মানে স্যার,জ্বি।( আমতা আমতা করছি)

রিফাত স্যারঃ তাড়াতাড়ি জান।আপনি কমমেডের রুমে ঢুকেন আমি দরজার দিকে তাকিয়ে আছি।না হলে আপনি নিচে নেমে যাবেন।

দৃশ্যঃ০২

কমমেড ডিপার্টমেন্টে যাওয়ার পরঃ
পিছনে এক জায়গায় বসে আছি ক্লাস পার্টির প্রস্তুতি চলছে।সবাই নিজেদের মতো গল্প গুজব করছে,হাসাহাসি করছে।

হঠাৎ সবার নজর আমার দিকে,
এক ফরেইনার মেয়েঃ ত্রি ইয়ারস হো গায়া,রোল থ্রি আবতাক হামারে সাথ বাত নেহি কারতে হে...
লুক এট মি,রোল থ্রি।
লুক এট আস।

আমি না তাকিয়েই হাসলাম।

এক বাঙালি মেয়েঃ ও তাকাবে না,ইসকো কেহতিহে "চোখের লয়েল"।

দৃশ্যঃ০৩

ক্লাস পার্টি শুরু ম্যাম ছেলে-মেয়েদের সাথে কেইক কাটার আগে গল্প গুজব করছে,হাসাহাসি করছে।
গল্পের মাঝে ম্যাম জিজ্ঞেস করলো,"তোমাদের মধ্যে কাপল কে কে আছো।আমি কিন্তু জানি।দশবছর যাবৎ শিক্ষকতা করি,সব বুঝি,কে কি করে।"
রোল নম্বর অনুযায়ী ম্যাম বলা শুরু করলো।
রোল ওয়ান, না আছে বলে মনে হয় না।রোল টু,না মনে হয় না।
এবার রোল থ্রি,বলার সাথে সাথেই সবার অট্টহাসি।
ম্যামঃঅসম্ভব, রোল থ্রি কাপল হইলে,আমি ফকিরকে টাকা দিবো,খাওয়াবো।
আবার,সবাই অট্টহাসি।

দৃশ্যঃ০৪

কেইক কাটার পর সবাই এক পিচ করে নিচ্ছে,কিন্তু আমি বরাবরের মতো পিছনে দাঁড়িয়ে আছি।ভীড়ে যাবো না।

ম্যাম ডাক দিলো,রোল থ্রি আসো আসো তুমিও নাও।
আমি গেলাম।ম্যাম আবার মজা করে বললো,এতো মেয়েরা এই কেইক থেকে খেয়েছে, ও কি আর খাবে!
আবারও সবাই অট্টহাসি।

দৃশ্যঃ০৫

সবাই ছবি তুলছে ম্যামের সাথে। আমি পিছনে দাঁড়িয়ে ছিলাম।শেষে সবাই মিলে আমাকে ডেকে নিলো,আর ম্যামও বলছে,আসো ছবি তুলি।
ম্যাম টেনে নিয়ে ওনার পাশে দাঁড় করিয়ে আমার কাঁধে হাত রেখে বললো,বাবারে মেয়ে ছাড়া জীবন চলবে না।ছবি তুললাম।ছবি তুলার সময় ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলছিলো,ওকে ছেড়ে দেন ম্যাম,ও এখনি কেঁদে দিবে।

শেষে ম্যাম বললো,রোল থ্রি দেখো,তোমার বিলিভ,তোমার ড্রেসআপ,বিহেভিয়ার,
তোমার মতো করবা তোমার স্বাধীনতা,কিন্তু কিছু বিষয়ে সময়ের সাথে মিলিয়ে নিতে হবে,তাল মিলাতে হবে।ডাক্তারি পেশায় এসেছো,একটুতো মানিয়ে নিতেই হবে।এভাবে রিজার্ভড থাকলে ডাক্তারি পাশতো কঠিন হবে।কিছু বিষয় মেনে নাও।মানিয়ে নাও।

IMG_20221112_164511.jpg

Sort:  

কমমেড

এটার মানে কি? বুজতে পারতেছিনা 😑

"কমিউনিটি মেডিসিন" এমবিবিএস এর একটা সাবজেক্ট 🥵

জাক, ভালো কথা 😃