সুখী মানুষ

in BDCommunity4 years ago

মানুষ যখন একটা জিনিস পেতে চায়, কিন্তু পায় না।সে প্রচুর চেষ্টা করছে,সেটা পাওয়ার জন্য কিন্তু কিছুতেই পাচ্ছে না।তখন হয় কি,ঐ জিনিসের প্রতি তার আকর্ষণ বেড়ে যায়।দিন দিন সেটা বাড়তেই থাকে।

কিন্তু যেই জিনিসগুলো মানুষ চাওয়ার আগেই পেয়ে যায়।সেইসব জিনিসের প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকে না।মনে হয়,এগুলোর তো কোনো প্রয়োজনই ছিলো না।এইসব না পেলে দিব্যি আমার চলে যেতো।কিন্তু না পাওয়া জিনিসগুলো ছাড়া যেনো একমুহূর্তও চলে না।চাওয়া পাওয়ার এই হিসাব মানুষ জীবনে কখনোই মেলাতে পারে না।


172-1721843_relaxed-man-png-happy-man-transparent-png.png

তবে,সব মানুষ নয়। কিছু মানুষ এই হিসাব খুব সহজেই মিলেয়ে ফেলে।হ্যাঁ, তাদেরকেই সুখী মানুষ বলা হয়ে থাকে।তবে তারা সংখ্যায় খুব কম।তারা সুখী কারন তারা যা পায় তাতেই সন্তুষ্ট থাকে।তারা চাওয়ার গোলকধাঁধার মধ্যে জড়ায় না।যার কারণে কোনো জিনিসের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হয় না।

অনেকেই ভাবতে পারেন,এইসব শুধু বইয়ের ভাষা,
বাস্তবে সুখী মানুষ নাই।কারণ,এমন ব্যক্তি নেই যার চাওয়া পাওয়া নাই।

তাহলে,এই ভাবনা,ভুল।খুঁজ নিয়ে দেখেন,আপনার আশপাশেই এই ধরনের সুখী মানুষ রয়েছে।

ধন্যবাদ

Sort:  

Bondhu tor ki mone hoy, ami sukhi manush?

আমারতো তাই ই মনে হয়।তোর কথা চিন্তা করেও লিখলাম।

আমিও তাই মনে করি, যার চাহিদা যত কম সে পৃথিবীতে ততো সুখী । ধন্যবাদ ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন ।

Congratulations!

This post has been upvoted as @SteemitBD curation support. Steemit Bangladesh is the first youth-run community organization from Bangladesh to empower youths on hive.


Curated by @sourov

Join us on Discord
steemitf.pngtwitterf.pngyoutubef.pngfacebookf.pnginstaf.pngdiscordf.png

A Youth Run Community Organization from Bangladesh
50SP100SP200SP500SP1000SP2000SP5000SP10000SP