বন্ধুদের সাথে স্মৃতিবিজড়িত একটি দিনের গল্প কাহিনী।

in BDCommunity3 years ago

স্মৃতিবিজড়িত একটি দিন

বাড়িতে যায়নি প্রায় ৮ মাস হয়ে গেল। গত মাসে আমরা বাড়িতে যাই। অনেক দিন পর বাড়িতে গিয়েছিলাম তাই আমার অনেক ভালো লাগছিল। তখন লোকডাউন ছিল কিন্তু কষ্ট হলেও বাড়িতে গিয়ে সুষ্ঠ ভাবে পৌঁছুতে পেরেছিলাম। আমাদের পাশের বাড়ির একটা আঙ্কেল , উনি ড্রাইভার তাই আমরা উনার গাড়িতে করেই বাড়িতে গিয়েছিলাম। আমাদের বাড়িতে থেকে সামান্য দূরেই একটা ব্রিজ আছে যেখানে আমাদের গ্রামের অনেক মানুষ ঘুরতে যায়। তাই আমরা বন্ধুরা মিলে একসাথে সেখানে ঘুরতে যাই।

আমি এই নিয়ে মাত্র দুইবার সেখানে গিয়েছি। বিকালের দিকে সেখানে গেলে শুধু মানুষ আর মানুষ দেখতে পাওয়া যায়। যদিও তখন লোকডাউন ছিল। কিন্তু গ্রামের মানুষ লোকডাউনকে মানতে চায়না। আর পুলিশ ও তেমন টহল দেয়না। আমাদের এইসব গাফিলতির কারণেই আজ হাজারী মানুষের প্রাণ যাচ্ছে। যদিও আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু আমরা যথাসাদ্ধ সাস্থ বিধি মেনে চলার চেষ্টা করেছিলাম।

railway-508568.jpg

212750863_110561544620013_2778751803743333542_n.jpg

সেই ব্রিজে একটু দাঁড়ালেই যেন শরীর ঠান্ডা হয়ে যায়। ছাড়িয়ে দিক দিয়ে শুধু বাতাস। কিছুদিন আগে সেই ব্রিজটি ভেঙে গিয়েছিল। তারপর কিছু দিন আগে আবার নতুন করে তার পাশ দিয়ে আরেকটা ব্রিজ তৈরী করেছে। ব্রিজের নিচটা আরো সুন্দর । ব্রিজের নিচে অনেক বসার জায়গা আছে। বেশির ভাগ মানুষ প্রায় সেখানেই গিয়ে বসে থাকে।

সেখানে একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে যে , সেখানে একটা আদিঅমলের ১ তলা একটি বাড়ি রয়েছে। যদিও আমি নিশ্চিত নোই যে এটা আদি আমলের কিন্তু তার অবস্থা দেখে আমার মনে হয়েছে এটা হয়তোবা অনেক আগের স্থাপনা।

unnamed.jpg

অবশেষে ঘুরে ঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। অনেক মজা করেছি সেখানে। আমরা ৫ জন ছিলাম। সবাই একত্রে ছিল জাজ্জন বেশি মজা হয়েছিল। ভেবেছিলাম আরো একদিন যাবো সেখানে কিন্তু শুনি যে প্রতিদিন বিকালে এখন পুলিশ সেখানে টহল দেয়। তাই আর সেখানে আর যাওয়া হলো না। কিন্তু ওই দিন আমরা সবাই মাইল সেখানে অনেক মজা করেছিলাম।

mXkfdToSwHy1F6xC7iNSf4gD4njuiH2TJnH2d9a7sjEgsxpt7CEU4CDLL7mP9zQRVVSzCik54u9BzkowKWMTJGsSmkpZb2759qFbBrSDc.png

coollogo_com-19946289.gif

Sort:  

এইটা কোন ব্রিজ?
সেকেন্ড পিক টা ধরন্তি এর লাগতেছে।

জি ভাই , ২য় ছবিটা ধরন্তিরই। আমরা সবাই মিলে সেখানে ঘুরতে গেসিলাম। :)

যাব যাব, সুযোগ পেলেই আবার যাব সেখানে।

Hi @shemanto72, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON