গ্রাম বাংলার জীবন্ত চিত্র - The Real picture of rural views

in BDCommunity3 years ago (edited)

বাংলার গ্রাম শান্তি দিয়ে ঘেরা, মমতাময়ী প্রকৃতি দিয়ে মোড়া। আজও গ্রামের মানুষ একত্রে মাঠে কাজ করে । পুরুষ ও মহিলা একত্রে মাঠে সারাদিন রোদ বৃষ্টি ভিজে মাঠে কাজ করে ।

বাংলার কৃষকদের জীবনযাত্রা খুবই সাদাসিধে সরলতায় মোড়ানো হৃদয় তাদের ।গ্রামের মায়াবী মন ভরানো গরুর দল ও পুরানো ঐতিহ্য কৃষির যন্ত্র দিয়ে আজও গ্রাম তার রূপকে ধরে রেখেছে। গ্রামের মানুষ সারাদিন মাঠে কাজ করে তারা একটা আত্মিক সুখ পাই।সোনালী মাঠের শোভা দেখে তাদের হৃদয়ের তৃপ্তি জাগে। দরিদ্রের সাথেও লড়াই করেও তারা প্রকৃতির সৌন্দর্য রূপ রসকে ধরে রেখেছে আমাদের মাঝে।

তারা সবাই মিলে হাড় ভাঙা পরিশ্রম করে সোনালী ধানের মুখ দেখে অনাবিল তৃপ্তি পাই। তাঁরা ভাবে হয়তো তাঁরা সুখের দিন দেখবে । ওই ধান নিজেরা মাড়াই করে ঘরে তোলে। নিজের জন্য কিছুটা রেখে বাকি ধান বাজারে বিক্রি করে সংসার চালায়।

আমি সেলুট জানাই ওই সমস্ত কৃষকদের তাঁরা রোদে পুড়ে অবিরাম খেটে চলেছে। যাদের মধ্যে দেশের অর্থনীতির ভীত অনেক দাঁড়িয়ে আছে। অথচ এরা সমাজে সামাজিক সম্মান থেকে বঞ্চিত।

গ্রামের সবুজ ফসলের অনাবিল দৃশ্য আমার মনকে মোহিত করে। গ্রামের ফসলের মাঠ গ্রাম্য প্রকৃতির অপরূপ নিদর্শন। বৈচিত্র্যময় ফসলের ক্ষেত গ্রামের মমতাময়ী শান্ত ,চমৎকার দৃশ্য দেখতে আমার কাছে স্বর্গীয় পারিজাত ফুলের বাগানের মতো লাগে। তাইতো আমি সব সময় গ্রামের শান্ত নিবিড় ফসলের মাঠের ছবি শেয়ার করি।

PicsArt_12-02-04.48.47.jpg

আমি একজন ভার্সিটি স্টুডেন্ট হওয়া সত্বেও নিজে ধান কেটেছি, বেধেছি , বয়ে এনেছি বাড়িতে। আসলে নিজের বাড়ির কাজে আলাদা মজা। কোনো কাজই ছোট নয়। নিজের কাজে আলাদা মানসিক শক্তি পাওয়া যায়।
IMG_20201127_101557.jpg

যখন আমি ধান কাটিতেছিলাম

IMG_20201127_101655.jpg

যখন আমি সোনালী ধান ধরে দাঁড়িয়ে আছি

IMG_20201127_101716.jpg

যখন আমি ধান বাধিতেছিলাম

IMG_20201130_111414.jpg

IMG_20201130_111816.jpg

IMG_20201130_110549.jpg

IMG_20201130_110553.jpg
যখন আমি ধানের আটি গুলো নিয়ে এক জায়গায় রেখে দিছিলাম

IMG_20201130_110555.jpg

যখন আমি ধান মাথায় করে বাড়িতে নিয়ে আসিতেছিলাম

IMG_20201202_164146.jpg

IMG_20201202_164148.jpg

IMG_20201202_164155.jpg

IMG_20201202_164214.jpg

যখন আমি খড় সংগ্রহ করিতেছিলাম

IMG_20201127_094413.jpg

IMG_20201127_094307.jpg

IMG_20201127_094154.jpg

IMG_20201127_094320.jpg

IMG_20201127_094425.jpg

খড় গুলো এক জায়গায় রেখে দেওয়ার সময়

IMG_20201127_094454.jpg

Place details ....

Village : Khargram
District : Purbo burdwan
State : West Bengal
Country :India .

Capture details...

Phone camera: Mi A1

Capture by @simaroy(Siddhartha Roy)

Regards @simaroy.

Sort:  

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @hafizullah on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening

Hi @simaroy, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

The correct spelling is "Bardhaman" or "Burdwan". Plz, make the correction

Thanks you so much . Dada .